৩৫ বছর পর প্রাকৃতিক নিয়মেই নারীর উর্বরতা কমলেও স্রষ্টার হুকুমে ও আমার চিকিত্সা এবং দম্পতির ধৈর্যে ৪২ বছর বয়স্ক একজন নারী কন্সিভ করলেন : চিকিত্সা বিজ্ঞান বিভিণ্ণ গবেষণার পর এই মর্মে ব্যাখা দিতে সমর্থ হয়েছে যে .মেয়েদের বয়স ৩৫ পার হলেই ডিমের গুণগত মাণ ও সংখ্যা কমতে শুরু করে এবং প্রজনন অঙ্গের নানা ধরনের রোগবালাই বাসা বাধে ; এমনকি মেডিকেল ডিজিজ যেমন উচ্চ রক্ত – চাপ ডায়াবেটিস এ্যাজমা এর প্রাদুর্ভাব শুরু হয় । পক্ষান্তরে , বিকলাঙ্গ বেবি জন্ম নেই । এই ভদ্র মহিলার উচ্চ রক্তচাপ রয়েছে। তাঁকে কাউন্সিলিংগ করেছি । তিনি সবকিছূর মোকাবিলা করেও মা হতে চান । অবশেষ এ সন্তান ধারণের চিকিত্সা দিলাম । আল্লাহর অশেষ কৃপায় তিনি কন্সীভ করলেন । উল্লেখ্য তাঁর স্বামী প্রবাসী ।