สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
স্তন ক্যান্সারের জন্য নারী মৃত্যুর হার কমানোর উপায়সমূহ - Prof. Dr. Nurjahan Begum

স্তন ক্যান্সারের জন্য নারী মৃত্যুর হার কমানোর উপায়সমূহ

স্তন  ক্যান্সারের জন্য  নারী  মৃত্যুর  হার  কমানোর  উপায়সমূহ :

লোক-লজ্জায়  আমাদের  দেশের  নারীরা  এখনও   মহিলা -অংগের সমস্যা  গোপন রেখে  নিজেই  ধুকে  ধুকে  মারেন  এবং  শেষের  দিকে  ডাক্তারের  স্মরণাপন্ন  হন  যখন

ক্যান্সার কোষ  শরীরের  বিভিন্ন  অংগে  ছড়ায়ে  পড়ে । ফলতঃ  চিকিৎসা  ব্যয়বহুল  হয় এবং  জীবনের  আয়ুও  কমে  যায় । সাথে  সাথে  কস্টদায়ক যন্ত্রনা  সহ্য  করে  অকালে  মৃত্যুকে  আলিঙ্গন  করতে  হয় ।

 সচেনতা  বৃদ্ধি  সহ স্তন  ক্যান্সারের  লক্ষনসমূহ. নির্নয়  পদ্ধতি  জানা  থাকলে  স্তন ক্যান্সারের কারনে  নারী – মৃত্যুর  হার  কমানো  সম্ভব ।  আসুন  আমরা  স্তন  – ক্যান্সার সম্বন্ধ  এ  জানি ।

  স্তন  ক্যান্সারের  লক্ষনসমূহ :

* ২  স্তনের   আকার -আকৃতিতে  অসমতা ।

* স্তনের  বোঁটা স্থানচ্যুত  হওয়া ।

* স্তনের  বোঁটা  ঢুকে  (দেবে ) যাওয়া  ।

* স্তনের বোঁটা  মোটা  হওয়া ।

* বোঁটা  দিয়া  কস /রস  বা রক্ত পড়া  ।

* স্তনে   খুব  শক্ত এবং  ব্যথামুক্ত  চাকা বা  গুটি  হওয়া  ।

* স্তন  ফুলে  গিয়া  ভার ভার  লাগা ।

*স্তনে  পানি  জমা  হওয়া

* চাকা  নড়াচড়া  না  করা (সঞ্চালনশীল নয় )

 * চাকা  থেকে  কস  বা রক্ত  পড়া ।

* বগলে  চাকা  বা  গুটি  হওয়া ।

* স্তনের  ত্বক  এর  রং  লালচে  বা কালো  হওয়া ।

* স্তনের  ত্বকে  টোল (দেবে  যাওয়া ) পড়া  । ত্বক  কমলালেবুর  খোসার  মতো  উঁচু -নিচু   দেখায় ।

* স্তন  ক্যান্সার  শরীরে  ছড়ালে (Metastasis) রোগী  ঘাড় .গলা  ও পিঠে  ব্যথা  বোধ  করেন ।

নির্নয়ের  পদ্ধতি :

USG  of both Breasts and  both axillae .

Mammography

FNAC

 Biopsy (চাকার  কিছু  অংশ  কেটে  পরীক্ষা  করা )

MRI (  ক্যান্সার  ছড়ানো  বুঝা  যায় )

BRCA জিন  সনাক্তকরণ  । এখনও  আমাদের  দেশে  হয়না ।

 চিকিৎসা :

সার্জারি

কেমোথেরাপি

রেডিওথেরাপি

কেমো & রেডিও থেরাপি

হরমোন  থেরাপি

অ্যান্টিহরমোন  থেরাপি

জিন  থেরাপি ।

পুরো  পোস্ট  পড়ার  জন্য  বিশেষ  অনুরোধ  রইলো ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top