জরায়ুর মুখের স্ক্রিনিং
বিশ্বব্যাপী. জরায়ুর মুখের প্রতিরোধের জন্য সর্ভিক্যাল? ? স্ক্রিনিংইo সর্বোত্তম ও সহজ পন্থা হিসেবে গুরুত্ত দেওয়া হচ্ছে ।
অতএব .আমাদের প্রিয় বাংলাদেশী নারীরা আসুন আমরা জেনে নিই . সর্ভিক্যাল স্ক্রিনক্যান্সারিং শুরুর বয়স .পদ্ধতি ও নিয়ম কানূন :
জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য ৩ ধরনের টেস্ট করা হয় । সেগুলো হচ্ছে :
১ । Pap’s test/smear-
সারা পৃথিবীজুড়ে এ পদ্ধতি খুবই জনপ্রিয় । এই পরীক্ষায় জরায়ুর মুখের কোষগুলোর পরিবর্তন ক্ষতিয়ে দেখা হয় এবং ক্যান্সার পূর্ব লক্ষন সনাক্ত করা যায় ।
2 .The HPV DNA Test-
উক্ত টেস্ট এ HPV এর উপস্থিতি ও প্রকার দেখা হয় । এটি অত্যন্ত কার্যকরি ও সন্তোষজনক পরীক্ষা সর্ভিক্যাল স্ক্রিনিং এর জন্য তবে ব্যায়বহুল । কারন HPV জরায়ুর মুখের কোষ নস্ট করে ক্যানসার পূর্ব অবস্থা এবং শেষে ক্যানসার করে ।
HPV 16 o 18 জরায়ুর মুখের ক্যানসার সবচেয়ে বেশি ঘটায় ।
3. VIA:
(visual inspection of cervix by acetic acid).
VIA সরকারি উদ্দোগে ও অর্থায়নে বাংলাদেশে সর্ভিক্যাল স্ক্রিনিং হিসেবে জনগন সাদরে গ্রহন করছেন । প্রথম বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিস্বাবিদ্যালয়ে এ প্রকল্প চালু করেন প্রফেসর লতিফা শাম শুদ্দীন এবং আশারাফূননেশা । প্রকল্পের বিভিন্ন কাজের সাথে আমি জড়িত ।
VIA খুবই সহজ পদ্ধতি এবং অল্প সময়ে সম্পন্ন করা যায় । মহিলারা ব্যথা পান না ।
প্রতিটি বিবাহিত মহিলার ২১ বছর বয়সে সর্ভিক্যাল স্ক্রিনিং শুরু করতে হবে ।
২১ থেকে ২৯ বছর বয়স পর্যন্ত ৩ বছর পর্যন্ত ৩ বছর পর পর স্ক্রিনিং চালিয়ে যেতে হবে জরায়ুর মুখ সুস্থ্য থাকলেও ।
৩০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত ৫ বছর পর পর স্ক্রিনিং করা দরকার । এ বয়সে জরায়ুর মুখের ক্যান্সার বেশি হয় বলে HPV Testing ও Typing করা জরুরী ।
নিয়মিত স্ক্রিনিং এ কোনই সমস্যা না থাকলে অন্যত্র যাওয়ার নির্দেশ আরোপের প্রয়োজন নেই এবং চিকিৎসাও লাগেনা ।
স্ক্রিনিং এ জরায়ুর মুখের কোষের কোন সন্দেহ হলেই কোল্পোস্কোপি এবং সন্দেহজনক স্থানের সামন্য মাংস কেট্র বাওপ্সী করার জন্য হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করতে হবে । এ ব্যাপারে সংশ্লিষ্ট সেবাদানকারীদের স্বক্রিও ভূমিকা রাখতে হবে ।
জরায়ুর মুখের ক্যানসার পূর্ব অবস্থা বা ক্যানসার ব্যাতীরেকে মুখ সহ সম্পূর্ন জরায়ু অপসারন করলে স্ক্রিনিং করার প্রয়োজন নাই ; তবে জরায়ুর মুখ থাকলে অবশ্যই নিয়মিত স্ক্রিনিং করতে হবে ।
জরাযূর মূখের ক্যাসার প্রতিরোধের ভ্যাকসিন নেওয়া থাকলেও স্ক্রিনিং করা জরুরী ।
.. .গর্ভবতী মহিলার প্রথম ভিজিটে Pap’s Test করা যেতে পারে ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়