ওভুলেশন বা ডিম্বোস্ফুটন সমন্ধে কিছি তথ্য ঃ
ওভুলেশন বা ডিম্বোস্ফুটন কি?
ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বানু মুক্ত হওয়ার প্রক্রিয়াকে ওভুলেশন / ডিম্বোস্ফুটন বলে।
উপকারিতাঃ
* ডিম্বোস্ফুটন হলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে।
* মাসিক নিয়মিত হয়।
* যাঁরা বাচ্চা চান না তারা এ সময় সহবাস না করলে অবান্ছিত গর্ভধারন থেকে রেহাই পান।
উপসর্গঃ
১/ শরীরের তাপমাত্রা .৫- .৬ ডিগ্রী বাড়ে।
২/জরায়ুর মুখের লালা বা রস পরিমানে বেশি, পাতলা এবং পিচ্ছিল হয়।
৩/ তলপেটে বা কস্তিকোটরে ব্যথা অনুভূত হয়।
৪/ স্তনে ব্যথা হয়।
৫/হাত পা কামড়ায়।
৬/ সামান্য রক্ত মিশ্রিত স্রাব হতে পারে।
৭/ শরীর ভার ভার লাগে এবং শরীরে পানি আসে।
৮/ মন দোদুল্যমান থাকে।
৯/ যে কোন জিনিসের তীব্র ঘ্রান মনে হয়।
১০/ মেজাজ খিটমিটে হয়।
১১/ কাজে অনিহা আসে।
১২/ মাথা ভার ভার বা ব্যথা লাগে।
১৩/ বমি বমি ভাব লাগে।
১৪/ মুখে থুথু আসে।
ওভুলেশন বা ডিম্বোস্ফুটন সমন্ধে কিছি তথ্য ঃ
ওভুলেশন বা ডিম্বোস্ফুটন কি?
ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বানু মুক্ত হওয়ার প্রক্রিয়াকে ওভুলেশন / ডিম্বোস্ফুটন বলে।
উপকারিতাঃ
* ডিম্বোস্ফুটন হলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে।
* মাসিক নিয়মিত হয়।
* যাঁরা বাচ্চা চান না তারা এ সময় সহবাস না করলে অবান্ছিত গর্ভধারন থেকে রেহাই পান।
উপসর্গঃ
১/ শরীরের তাপমাত্রা .৫- .৬ ডিগ্রী বাড়ে।
২/জরায়ুর মুখের লালা বা রস পরিমানে বেশি, পাতলা এবং পিচ্ছিল হয়।
৩/ তলপেটে বা কস্তিকোটরে ব্যথা অনুভূত হয়।
৪/ স্তনে ব্যথা হয়।
৫/হাত পা কামড়ায়।
৬/ সামান্য রক্ত মিশ্রিত স্রাব হতে পারে।
৭/ শরীর ভার ভার লাগে এবং শরীরে পানি আসে।
৮/ মন দোদুল্যমান থাকে।
৯/ যে কোন জিনিসের তীব্র ঘ্রান মনে হয়।
১০/ মেজাজ খিটমিটে হয়।
১১/ কাজে অনিহা আসে।
১২/ মাথা ভার ভার বা ব্যথা লাগে।
১৩/ বমি বমি ভাব লাগে।
১৪/ মুখে থুথু আসে।