এডেনোমাইওসিস ( Adenomyosis) থাকলেও বিবাহের ১৬ বছর পর সন্তান প্রসব :
সোনারগাঁও এর মিসেস খোদেজা খাতুন ৩২ বছর বয়সে .২৫ জানুয়ারি পুত্র সন্তানের মা হলেন বহু বছর যাবত জরায়ুতে এডেনোমাইওসিস থাকা সত্তেও ।অতি কাংখিত বলে আমি সিজার করেছি ।
এডেনোমাইওসি হচ্ছে -জরায়ুর সব ভিতরের আবরন (Edometrium) জরায়ুর মাংসপেশিতে ঢুকে যাওয়া । এহেন অবস্থায় .পিরিয়ডের সময় পেটে প্রচুর ব্যথা হয় এবং ভ্রুন জরায়ুতে গ্রথিত হতে পারেনা বলে গর্ভধারণ হয় না ; হলেও অটোমেটিক গর্ভপাত হয় ।
মিসেস খোদেজার জরায়ুর পুরো অংশে
এডেনোমাইওসিস থাকলেও আল্লাহর অশেষ মেহেরবানীতে বন্ধ্যাত্বের কবল থেকে মুক্তি পেয়ে স্বস্তি পেলেন আমিন ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়