একলাম্পশিয়া(পর্ব ২)

একলাম্পশিয়া(পর্ব  ২)

একলাম্পশিয়াকে  কয়  ভাগে  ভাগ  করা  হয়েছে ?

চিকিৎসা  বিজ্ঞানে  একলাম্পশিয়াকে  ২ ভাগে  ভাগ করা  হয়েছে

১।মৃদু -ব্লাডপ্রেসার  ১৪০/৯০  বা তার  বেশি  কিন্তু ১৬০/১১০এর কম ।

৩। প্রকট –   ব্লাডপ্রসার  ১৬০/১১০  এর  বেশি  ।

 খিঁচুনি  হলে  বাচ্চার  কি  কোন ক্ষতি  হয় ?

হা

কি  ক্ষতি  হয় ?

খিঁচুনি  চলাকালে  বাচ্চা  ঠিকমতো

অক্সিজন  পায়না  বলে  পেটেই  মারা  যেতে  পারে  ।

 মায়ের  কি  ক্ষতি  হয় ?

১। ফুসফুসে  পানি  জমে (pulmonary oedema) .ফলে  স্বাসকস্টে  ভুগেন

২। ব্রেনে  রক্তক্ষরন  হয়ে  অজ্ঞান  হন ;পরবর্তীতে  জ্ঞান  নাও  ফিরতে  পারে

৩। কিডনি  অকেজো  (kidney  failure ) হয়

৪। লিভার  কাজ করতে  পারেনা

৫ ।হার্ট   অ্যাটাক

এককথায়  বিভিন্ন  জটিলতায় মা এর  মৃত্যু  ঘটে  সাথে  সাথে  সঠিক  চিকিৎসা  না করলে

খিচুনী  হলে  রুগীকে  কোথায়  নিতে  হবে ?

নিকটবর্তী  হাসপাতালে ।

খিঁচুনি  প্রতিরোধের  জন্য  কি কি করা  দরকার?

ঝুকিপূর্ন  গর্ভবতীকে  প্রসব পূর্ব এবং প্রসব  পরবতী  যত্ন  নিতে  হবে

প্রিএকলাম্পশিয়ার  চিকিৎসা  ও নিবিড় পর্যবেক্ষন  জরুরি  ।

সব  ভিজিটে  ব্লাডপ্রসার  মেপে  প্রেসার  নিয়ন্ত্রনের  মেডিসিন  খেতে  হবে

সব ভিজিটে  প্রস্রাবে  প্রোটিন  এর  উপস্থিতি  ও  মাত্রা দেখতে  হবে

গর্ভবতীআর ওজন  স্বাভাবিকভাবে  বাড়ছে  কি  না  সে  ব্যাপারে  সংশিস্নষ্ট  ডাক্তারকে  খেয়াল  রাখতে  হবে ।

প্রোটীন  খাবার  বেশি  খেতে  হবে ।

সর্বোপরি  গর্ভকালীন  পুসটি .বিশ্রাম  এবং  প্রশান্তি  নিস্চিত  করতে  হবে ।

বাংলাদেশে  শতকরা  ১১ জন  নারী  মৃত্যুবরন  করে  একলাম্পশিয়ার  কারনে ।

 সুতরাং .পরিবার  ও সমাজের  জনগনের  একলাম্পশিয়া সম্পর্কে  জ্ঞান  থাকতে  হবে  এবং  সচেতনতা  কাজে  লাগাতে  হবে ।

 খিঁচুনি  কি বন্ধ  করা যায় ?

হাঁ

কিভাবে ?

ব্লাডপ্রেসার  কন্ট্রোল   এর  ইনজেকশন

 এবং  magnesiam  sulphate  ইনজেকশন  দিয়া ।

খিঁচুনির  আগে  এ  ধরনের  গর্ভবতীর  আর  কোন  সমস্যায়  ভুগে ?

হা  সমস্যাটা  কি ?

HELP  Syndrome .

এ  সিনড্রোমে  কি  হয় ?

রক্তের  লাল  কনিকা  কমে

platelet কমে

লিভারের  এনজায়েম  বাড়ে

প্রেসার  বারে ।

এ  সিনড্রোম  হলে  কি করতে  হয় ?

শরীরে  প্লেটেলেট  দিতে  হয়  এবং  বাচ্চা  ডেলিভারি  করাতে  হয় ।

 এ  সিনড্রোমের  ঝুঁকি  কি ?

ডেলিভারির  পর  রক্ত  জমাট  না  বাধার  জন্য  প্রচুর  রক্তক্ষরন  হয় ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top