অনিমা রানী বয়স ৫৮ বছর

অনিমা রানী  বয়স  ৫৮ বছর

অনিমা রানী  বয়স  ৫৮ বছর .৩৭ মাস  ধরে খেতে  পারতেন  না এবং  সব  সময়  বমি  বমি  ভাব  অনুভব  করতেন  । খেতে  না  পারার  জন্য  তিনি  দূর্বল  হয়ে  পড়েন  ।  এহেনো  অবস্থায়  তিনি  নিজেই  তাঁর  তলপেটের   USG করান  একটি  diagnostic  সেন্টারে । USG – এ তাঁর  এক  ওভারিতে  ডারময়েড  সিস্ট  ধরা  পড়ে ।  দেশে  চিকিৎসা  করার  পর   তেমন  সুফল  না  বুঝে  তাঁর  ছেলে  ভালো  চিকিতসার  জন্য  ভারতে  গিয়া   USG ও  MRI  করান ।  উভয়  টেদ্ট  এর  রিপোর্টে  ডারময়েড  সিস্ট  বলা  হয় ।

 ভারতে  অপারেশন  করার  পরামর্শ  পেয়ে  বাংলাদেশে  ফিরে  এসে  আমাকে  দেখান  ।  আমিও  অপারেশন  করার  উপদেশ  দিই  ।  অবশেষ  তাঁরা  বাংলাদেশে  আমার  কাছে  অপারেশন   করান ।

  ২%  ডারময়েড  সিস্ট  ক্যান সারে  মোড় নেই এবং  এ  বয়সে  জরাযু  কোন  উপকারে  আসেনা  বলে  তাঁর  জরাযু  ও ২পাশের  ওভারি    ডারময়েড সিস্ট  শুধ্ধো  ফেলি  দেই ।  সিস্টের  ভিতরের  পদার্থগুলি   পেটের ভিতরে  না  ফেলার  সাবধানতা  অবলম্বন  করি । কারন  সিস্টের  ভিতরের  পদার্থগুলো   পেটের  অংগ  সমূহকে  একসাথে  আটকে (লাগাইয়া ) দেয় যা পরবর্তীতে   পেটে  অনবরত  প্রচুর  ব্যথা করে  এবং  নাড়িতে  প্যাচ  (Intestinsl Obstruction) লাগায়  । এবং  জরুরিভিত্তিতে  অপারেশন  করতে  হয়  ।

বর্তমানে  উনি  সুস্থ্য  আছেন  পরম  করুনাময়ের  কৃপায় ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top