ICSI (আই সি এস আই ) কি ?
বন্ধ্যত্ব চিকিৎসার অত্যাধুনিক পদ্ধতি হিসেবে নারী ও পুরুষ বন্ধ্যত্ব নিরাময়ের / চিকিৎসার জন্য এর অবদান টেস্ট টিউব বেবির চেয়ে অনেকাংশে সফলতা বেশি :
ICSI অর্থ ইন্ট্রাসাঁইটোপ্লাজমিক স্পার্ম (শুক্রানু ) ইনজেকশন । এই পদ্ধতিতে মহিলার পরিপক্ক ডিমের ভিতরে শরীরের বাইরে নমনীয় ক্যাথেটার এর সাহায্যে পুরুষের সুগঠিত ১ টি মাত্র শুক্রানু প্রবেশ করায়ে ডিমটিকে নিষিক্ত করে ভ্রুন তৈরি করে নারীর জরায়ুতে স্থাপন করা হয় । উক্ত ভ্রুনই সতেজ শিশু হিসেবে দম্পতি পান ।
কোন কোন ক্ষেত্রে ICSI করা হয় –
* পুরুষের শুক্রানু খুব কম হলে
* পুরুষের বীর্য – রসে শুক্রানু পাওয়া না গেলে
* বার বার IVF fail করলে ।
* মহিলার বয়স ৪০ বা তার বেশি হলে ।
সফলতার হার -৭৫-৮০%।
এই পদ্ধতি ব্যবহারে দম্পতি নিজেদের ডিম ও শুক্রানু কাজে লাগাইয়া বায়োলজিক্যাল pita- মাতা হতে পারেন । ইসলামে বাঁধা নেই ।