สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
ওভুলেশন বা ডিম্বানু মুক্ত না হওয়ার জন্য বন্ধ্যত্ব হলে উপসর্গ ও কারন ও করনীয় সম্বন্ধীয় কিছু তথ্য: - Prof. Dr. Nurjahan Begum

ওভুলেশন বা ডিম্বানু মুক্ত না হওয়ার জন্য বন্ধ্যত্ব হলে উপসর্গ ও কারন ও করনীয় সম্বন্ধীয় কিছু তথ্য:

উপসর্গ :

অনিয়মিত পিরিয়ড ।

দুই পিরিওডের মাঝে ৩৫ দিনের অধিক গ্যাপ ।

দেড় মাস থেকে ১ বছর পরও পিরিয়ড হতে পারে ।

ঔষধ খেয়ে পিরিয়ড করাতে হয় ।

মিলনে অনিচ্ছা ।

সহবাসের সময় ও পরে ব্যথা ।

ত্বক খসখসে ।

খিটমিটে মেজাজ ।

বন্ধ্যাত্ব ।

কারন :

* পুরুষালী হরমোনের (androgen / testosteron ) আধিক্য এবং মেয়েলি হরমোন (oestrogen) এর সল্পতা – pcos এ এরকম ঘটনা ঘটে ।

* থায়রয়েড হরমোনের আধিক্য( হাইপার থায়রয়ডিজম) অথবা স্বল্পতা ( হাইপো থায়রয়ডিজম)

* প্রোল্যাক্টিন হরমোনের আধিক্য(হাইপার প্রোল্যাক্টিনেমিয়া ।

* স্থূলতা বা অতিরিক্ত মুটিয়ে যাওয়া ।
বসে থাকলে এবং ফাস্ট ফুড খেলে এমন অবস্থা হয় ।

* চকলেট সিস্ট থাকলে ।

* এন্ডোমেট্রিওসিস হলে ।

* গর্ভাশয়ে টিবি বা অন্য ইনফেকশন এর কারনে অনেক অঙ্গ একসাথে জট পাকালে ।

* ওভারিতে ডিমের সংখ্যা কমে গেলে । এ অবস্থাকে diminished ovarian reserve /DOR বলে ।

করনীয়:
ইতিহাস ও টেস্ট এর ভিত্তিতে কারন
সনাক্ত করে চিকিৎসা প্রদান ও গ্রহন

Scroll to Top