ডেলিভারি প্রক্রিয়া জটিলতাবিহীন .সহজ ও ত্বরান্বিত এবং ছোটো করার জন্য রোগী . স্বাস্থ্যকর্মী .ডাক্তার ও রোগীর নিকটতম আত্মীয়ের করনীয় সম্বন্ধে কিছু তথ্য:
রোগীর করনীয় –
চিৎ হয়ে সারাক্ষন শুয়ে না থেকে অল্প অল্প ব্যথা থাকা পর্যন্ত হাঁটাহাঁটি করতে হবে ।
জোরে জোরে চিৎকার করা যাবেনা – এতে শক্তি কমে গিয়া ক্লান্তি আসবে ।
*ধীরে ধীরে দীর্ঘ স্বাস নিতে হবে । এতে বেবি অক্সিজেন পাবে ।
সহায়তাকারীর পরামর্শ মেনে চলতে হবে ।
দুই হাতের তালু এবং হাঁটুতে ভর দিয়া শরীর ঝাকাতে হবে ।
জীবনসংগী বা পছন্দের সাথীর সাহায্য নিয়া একটু পর পর তরল খাবার খেতে হবে এবং পানি দিয়া মুখ ধুতে হবে ।
ব্যথার মাঝে মাঝে বিশ্রাম নীবেন ।
স্বাস্থ্যকর্মী বা সাথী –
শিরদাঁড়ার নিচ .কাঁধ .কোমরে হাতের তালু বুলায়ে চাপ দিবেন ।
রোগীর কাজের সুনাম করবেন ।
লেবারের অগ্রগতি সম্বন্ধে তথ্য দিবেন ।
রোগীরা অবস্থান প্রয়োজন অনুযায়ী বদলায়ে দিবেন ।
নার্স /ডাক্তার :
লেবারের অগ্রগতি পরীক্ষা করবেন
সময়ের রেকর্ড রাখবেন পার্টোগগ্রাফ ক্ষতিয়ে দেখবেন ও রোগীকে আস্বস্ত করবেন ।
বিশেষ দ্রো : রোগীকে আলাদা ঘরে রাখতে হইবে ।