অ্যাজমার রোগী হয়েও ৩৫ বছর বয়স্ক .১০৮ কেজি ওজন সম্পন্ন মিসেস সাথী . বেবির থলে ফেঁটে গিয়া পানি পড়ার জন্য ৩৪ সপ্তাহে ৩ নং সিজারের মাধ্যোমে সুস্থ্য – সবল বাচ্চার মা হলেন :

অ্যাজমার  রোগী  হয়েও  ৩৫ বছর  বয়স্ক .১০৮ কেজি  ওজন  সম্পন্ন  মিসেস  সাথী  . বেবির থলে  ফেঁটে  গিয়া  পানি  পড়ার জন্য  ৩৪ সপ্তাহে ৩ নং   সিজারের  মাধ্যোমে  সুস্থ্য – সবল  বাচ্চার মা  হলেন : 

মিসেস  সাথী বহুদিন  ধরে অ্যাজমার রোগী ।  তিনি  ৪ বছর  ধরে  ইনহেলার  ব্যবহার  করেন ।

অপরিকল্পিতভাবে  তিনি  গর্ভধারণ  করেন । ৪ মাসের  গর্ভ  নিয়া  আমার  কাছে  চেক -আপ  এ  আসেন । তাঁর  স্বাসকস্ট  থাকায়  মেডিসিন  বিশেষজ্ঞ  এবং  আমি  যৌথভাবে  তাঁর  চিকিৎসা  করতে  থাকি । তাঁর  ওজোন  বেশি বলে  প্রেসার  এর  কাজ  করতে  বারন করি  এবং  সতর্ক  করে  দেই   পানি  ভেংগে  যাওয়ার  ভয়  আছে ।

 ৫ আগস্ট  ৩৪ সপ্তাহে  তাঁর  বাচ্চার  থলের  পানি  প্রায় সব  পড়ে  গেলে  জরুরিভিত্তিতে  তাঁর  ৩ নং  সিজার  করি ।  বেবি  ও মায়ের  অবস্থা  ভালো। বেবির  ওজোন  ২ কেজি  ৬০০ গ্রাম । ইনকিউবেটরে  রাখা  লাগে  নেই ।

গর্ভবতীরা  সবসময়  উঁচু  টেবিল  বা  চেয়ারে  বসবেন .বেশি  ভারীকাজ ও  অনেকক্ষন  ভ্রমন  বা  কস্টদায়ক  ভ্রমন  করবেন  না । কারন  পানি  ভেংগে  গেলে এবং  আগের  ২  টি  সিজার  থাকলে  অপরিপক্ক  শিশু  হলেও  সিজার  লাগে এবং  বাচ্চার  চিকিৎসা  বেশ  ব্যয়বহুল ।  কাজেই . সতর্কতা  অবলম্বন  করা  ভালো ।

Scroll to Top