ডাক্তারের সাথে পরামর্শ নিয়া এবং USG এ ভ্রুনের অবস্থান ণিস্চিত করার পর গর্ভপাতের জন্য MM Kit ব্যবহার করা শ্রেয় নচেৎ এক্টোপিক প্রেগনেন্সির কারনে জীবন নাশের ঝুঁকি হতে পারে ।
পিরিয়ড মিস হলেই লোকলজ্জার ভয়ে অনেক দম্পতি ঔষধের দোকান / ফার্মেসি থেকে MM Kit ক্রয় করে ব্যবহার করেন গর্ভপাতের জন্য । অনেক সময় প্রেগনেন্সিরটেস্ট ও করান না ।
উক্ত কীট খাওয়ার পর ফোঁটা ফোঁটা রক্ত গেলেই মনে করেন গর্ভপাত হয়েছে ।
চাঁদপুরের সোহাগি বয়স ৩০. ২ মাসের গর্ভ নিয়া আমার কাছে আসেন এবং প্রতিদিন রক্ত যাচ্ছে বলেন । আরও কিছু উপসর্গঃ থাকায় তাঁর প্রেগনেন্সি থলের অবস্থান এবং ভ্রুনের অবস্থা জানার জন্য USG করা হয় ।
USG এর ছবিতে স্পস্ট বুঝা গেলো ভ্রুনটি ৮ + সপ্তাহ ও জরায়ুর বাইরে এবং জীবিত । এই এক্টোপিক প্রেগনেন্সি কিনতু টিউবে নয় .; গর্ভাশয় এর উপরে বলেই এতো বড় হয়েছে – টিউবে হলে টিউব আরও আগে ফেঁটে যেতই যা রোগীর জরুরি অবস্থা সৃস্টি করতো ।
এই ধরনের এক্টোপিক প্রেগনেন্সি কিন্তু ভয়াবহ । যেহেতু অনেক বড়ো শুধু Methotrexate injection এ কাজ হবেনা । সুতরাং ..তাঁর স্বামীকে কাউন্সিলিং করলাম জরুরিভিত্তিতে অপারেশন করার জন্য । তিনি বুঝে রাজি হলেন । অপারেশন হয়েছে চাঁদপুরের কোন এক ক্লিনিকে । রোগীর স্বামী জানান এখন তিনি ভালো আছেন ।
আলহামদুলি্লাহ ।
আমার অনুরোধ . ডাক্তারের পরামর্শ ছাড়া MM Kit ব্যবহার করবেন না ।