জরায়ুর মুখের ক্যান্সারের উপসর্গ সম্বন্ধে কিছু তথ্য ও জানার উপকারীতা এবং চিকিৎসা :
বিস্বব্যাপী প্রতিদিন অনেক নারী জরায়ুর মুখের ক্যান্সারে মারা যাচ্ছেন । অথচ প্রতিরোধ .জরায়ুর মুখের ক্যান্সারের পূর্ব অবস্তা সনাক্ত ও চিকিৎসা এবং প্রাথমিক স্টেজে ক্যান্সারের চিকিৎসা নিলে ভূগান্তি ও মৃত্যুর হার কমানো সম্ভব ।
এই ক্যান্সারের কারন HPV ভাইরাস মেয়েদের শরীরে প্রবেশের ২ থেকে ২০ বছর সময় লাগে ক্যান্সার হতে -এতো দীর্ঘ সময় পেয়েও আমরা সতর্ক হই না – সচেতনতার অভাবে এই ক্যান্সারে মেয়েরা ভুগছেন ।
তাই আসুন আমরা জেনে নেই উপসর্গগুলো –
১ । প্রথমে তেমন কোন উপসর্গ থাকেনা
২ । অতিরিক্ত স্রাব যা চাল ধুয়া পানির মতো বা ভাতের মাড়ের মতো।
৩ ।রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত স্রাব ।
৪। সহবাসের পর রক্ত যাওয়া পিরিওড না চললেও ।
৫ । সহবাসে ব্যথা ।
৬ । তলপেটে ব্যথা ।
৭ ।ক্ষুধামন্দা ।
৮ ।অত্যধিক দূর্বলতা
৯। রক্তশূন্যতা
১০ । কাজকর্মে অনীহা ।
১১ । শরীরের ওজন কমা ।
উপরোক্ত উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক চিকিৎসা নিলে ক্যান্সার ছড়াতে পারেনা এবং বহুবছর সুস্থ্য থাকা যায় ।
চিকিৎসা :
প্রথম পর্যায়ে ধরা পড়লে এবং না ছড়ালে শুধু অপারেশন করলে চলে তবে বেশি স্টেজে অপারেশন .রেডিও .কেমোথেরাপি লাগে ।
চিকিৎসা নিলে জীবনের আয়ু বাড়ে এবং জীবনযাত্রার মান উন্নত থাকে ।