জরায়ুতে টিউমার/ ফাইব্রয়েড(Myoma) নিয়াও সুস্থ্য – সবল বাচ্চা প্রসব সম্ভব :

জরায়ুতে  টিউমার/ ফাইব্রয়েড(Myoma) নিয়াও  সুস্থ্য – সবল  বাচ্চা  প্রসব  সম্ভব : 

২৩ বছর  বয়স্ক  মিসেস  মনিকা জরায়ুতে ১ টি     বড় (৪ গূনোন ৫ সেন্টিমিটার ) ফাইব্রয়েড সহ  পরিকল্পনা  ব্যতিরেকে  একা  একা  গর্ভধারণ  করেন ।  

। । ।

প্রথম  চেক – আপ  এ  তাঁর   USG এ  বুঝা  গেলো  তাঁর  জরায়ুর  উপরের  অংশে  (Fundus ) এ  ১টি   বড় -সড়  সাইজের  ফাইব্রয়েড .এবং  নিচে  বাচ্চা  ও গর্ভফুল রয়েছে ।

USG রিপোর্ট  এর  পরিপ্রেক্ষিতে মনিকার  স্বামী  ও  অভিভাবকদের  ভালো  করে  কাউন্সেলিং  করলাম ।  মনিকাকে  অসুবিধার  কথা  জানানো  হলোনা ; কারন  তাঁর  মানসিক  চাপে  অঘটন ঘটে -কতোগুলো  বিষয়ে  তাকে সতর্কমূলক  জ্ঞান  দেওয়া  হইলো ।

অবশেষে  আল্লাহর  মেহেরবানীতে  মনিকা  সিজারের  সহায়তায়  মেয়ে  শিশুর  মা হলেন ।

আপনারা  শুনে  অবাক  হবেন  বেবির  ওজন  ৩.৮ কেজি । আমি  আনন্দিত এবং  বিস্মিত ।

মনিকার  পরিবারের  সদস্যরা  খুশিতে বিহ্ববল  এবং  বিধাতার  নিকট  শুকরিয়া  জ্ঞাপন  করছেন ।  মনিকা  ও তাঁর  মেয়ে  সুস্থ্য ।  আমিন  ।

সুতরাং . জরায়ুতে  ফাইব্রয়েড/ টিমার  থাকলে  মা হওয়া  যাবেনা – এ  ধারনা  কেউ  পোষন  করবেন  না ।

Scroll to Top