สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
সিজার এড়ানোর জন্য গর্ভাবস্থায় পরিবার কতৃক .কম খাবার খেতে দেওয়ার কারনে ২৪ বছর বায়স্কো দুলালী (HbsAg positive ) কে অত্যধিক রক্তস্বল্পতায় পড়ে স্বাসকস্ট সহ শরীরে পানি আসার যন্ত্রনা ও সিজার : - Prof. Dr. Nurjahan Begum

সিজার এড়ানোর জন্য গর্ভাবস্থায় পরিবার কতৃক .কম খাবার খেতে দেওয়ার কারনে ২৪ বছর বায়স্কো দুলালী (HbsAg positive ) কে অত্যধিক রক্তস্বল্পতায় পড়ে স্বাসকস্ট সহ শরীরে পানি আসার যন্ত্রনা ও সিজার :

সিজার  এড়ানোর  জন্য    গর্ভাবস্থায়  পরিবার  কতৃক .কম  খাবার   খেতে 

দেওয়ার কারনে ২৪ বছর  বায়স্কো দুলালী (HbsAg positive ) কে  অত্যধিক  রক্তস্বল্পতায় পড়ে  স্বাসকস্ট  সহ শরীরে  পানি আসার  যন্ত্রনা  ও  সিজার :

৪ বছর  আগে  সিজারের  মাধ্যমে  মিসেস দুলালী  প্রথম  বাচ্চা  প্রসব  করেন ।  শশুর  বাড়ির  সদস্যরা  সিজারে অসন্তুষ্ট  ছিলেন ।

তিনি  দ্বিতীয়বার গর্ভবতী  হলে  তাঁর  যত্ন  নেওয়া  হতো  না

সবচেয়ে  কস্টকর হচ্ছে  তাঁকে   প্রতিদিন  কম খাবার  দেওয়া  হতো ; আয়রন এবং  প্রোটিন  সমৃদ্ধ  খাবার  খাদ্য তালিকায়  রাখা  হতনা  ইচ্ছাকৃতভাবে ।

 এইবার   তাঁকে মাত্র  ১ বার

ডাক্তার  দেখানো  হয় এবং  কোন  পরীক্ষা   করা  হয়  নায় ।

ডেলিভারির  সম্ভাব্য  তারিখের কাছাকাছি   সময়  চেক – আপ  এ  আসলে

  দেখি. তিনি  স্বাসকস্টে  ভুগছেন .কোন  কথা  বলতে  পারছেন  না .শরীরে পানি  জমেছে  এবং  অসম্ভব  ফ্যাকশে ত্বক  ও চোখ ।

জরুরিভিত্তিতে  হেমোগ্লোবিনের  মাত্রা  দেখি  প্রতি  ডেসিলিটারে  ৭ গ্রামের  কম – এ  সমস্যাকে  অত্যধিক রক্তস্বল্পতা  বলে ।  সিজারের  আগে  তাঁর  শরীরে  ২ ব্যাগ  রক্ত  সরবরাহ  করা  হলো ।

  বাহির  থেকে  বাচ্চাকে  সুস্থ্য  দেখাচ্ছে -ব্রেন  কতোটা  ক্ষতিগ্রস্ত  হয়েছে  তা  ধীরে  ধীরে  প্রকাশ পাবে । সুস্থ থাকুক – এ দোয়া  রইলো । দুলালিকে  এখনো  ফ্যাকশে  দেখায় ।

অত্যধিক  রক্তস্বল্পতা হলে  মা  ও বাচ্চার  কি  ক্ষতি  হয় :

মা –

একলাম্পশিয়া

ইনফেকশন

হার্ট  দুর্বল /অকেজো (heart  failure )

সময়ের  আগে  বাচ্চা  প্রসব ।

প্রসবের  সময়  অতিরিক্ত  রক্তক্ষরন ।

মৃত্যুর  আসংকা ।

শরীরের  বিভিন্ন  অঙ্গে  অক্সিজেন  না  যাবার  জন্য  অংগ  অকেজো  হওয়া ।

শিশুর :

অক্সিজেন  ও পুস্টির  অভাবে  বাচ্চার  মানসিক

 ও শারীরিক  গঠনে  ব্যাঘাত ।

পেটে  বা জন্মের  পর  মৃত্যু ।

কম ওজনের  বাচ্চা  প্রসব ।

আমরা  সচেতন  হয়ে  গর্ভবতীকে  পর্যাপ্ত  সুসম  খাবার  দিতে  থাকি  এবং  গোড়ামীর  জন্য  বিপদ  না  ডাকতে  স্বচেস্টো  হই ।  আমিন  ।

Scroll to Top