কিভাবে শিশু জন্ম হয় :
ছেলেদের প্রজনন গ্রন্থির নাম অন্ডকোষ বা testis এবং মেয়েদের প্রজনন গ্রন্থি হচ্ছে গর্ভাশয় বা ovary(ওভারি )
টেস্টিস ও ডিম্বাশয় থেকে যথাক্রমে উৎপন্য হয় শুক্রানু এবং ডিম্বানু ( বাচ্চা হওয়ার জন্য ছেলেদের অপরিহার্য কোষ -শুক্রানু ) . পক্ষান্তরে . ডিম্বানুই হচ্ছে বাচ্চা হওয়ার জন্যই মেয়েদের প্রজনন কোষ যা ডিম্বাশয় থেকে বের হয় (মেয়েদের প্রজনন গ্রন্থির থেকে মুক্ত হয় ।
প্রতিটি মেয়ে নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়া জন্ম নেন । ঐ ডিমগুলো থাকে ২ ডিম্বাশয়ে হরমোনের প্রভাবে যৌবন / প্রজননকালে ঐ নির্দিষ্ট সংখ্যক ডিম থেকে বেশ কিছু ডিম বড় হতে শুরু করে ও প্রতিমাসে ১ টি মাত্র ডিম পূর্নতা প্রাপ্ত হয় যেকোন ১ টি ওভারি তে এবং মাসিকের ১৪ দিন আগে ডিম্বাশয় থেকে মুক্ত হয়ে -এ পদ্ধতিকে ওভুলেশোন বলে । বড় হতে শুর করা ডিমগুলো নস্ট হয় বলে প্রতিমাসে মজুদ ডিমের সংখ্যা কমতে থাকে । ওভুলেশোন হলে ডিম্বানু মেয়েদের টিউবে .অবস্থান করে ।
মেয়েদের ওভুলেশোনের সময় বিবাহিত দম্পতির মিলন ঘটলে টিউবে অপেক্ষমান মেয়েদের পরিপক্ক ডিম্বানু ছেলেদের শুক্রানুর সাথে মিলিত হয়ে ভ্রুন তৈরি হয় ; মায়ের জরায়ুতে উক্ত ভ্রুন গর্ভফুলের মাধ্যম মা থেকে পুস্টি নিয়া পরিপূর্ন শিশুর রূপ পায় ।
সম্ভাব্য সময়ে মা স্বাভাবিক পদ্ধতিতে বাচ্চা প্রসব করে বা সিজার করে ডাক্তার জরায়ু থেকে বের করেন ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়