মহিলা প্রজনন তন্ত্রের যক্ষার প্রভাবজনিত সমস্যাসমূহ ও প্রতিকার

মহিলা প্রজনন  তন্ত্রের  যক্ষার  প্রভাবজনিত  সমস্যাসমূহ   ও প্রতিকার

আমাদের  অনেকেই  মনে  করি . শুধু  ফূসফূসেই  যক্ষা  হয় । আসলে  শরীরের বিভিন্ন  জায়গায় এ  রোগ  হতে  পারে ।

যেমন ———- ব্রেন .হাড় .গ্রন্থি .পরিপাকতন্ত্র .ত্বক .প্রজননতন্ত্র যক্ষারোগে  আক্রান্ত  হয় ।

আজ  আমরা  জানবো  মহিলা  প্রজননতন্ত্রের  যক্ষা  নিয়া —

ফ্যালোপিয়ান  টিউব যক্ষা দ্বারা  সবচেয়ে বেশি

আক্রান্ত হয় ।

টিউবে  যক্ষা  হলে  কি অসুবিধা  হয় –

বন্ধ্যাত্ব  ।

 তলপেটে  ব্যথা

পিন্ড (mass )-অন্য  অঙ্গের  সাথে  লেগে  গিয়া  এ দলা /পিন্ড  তৈরি  হয় ।

টিউবের  কি  কি  পরিবর্তন  পরিলক্ষিত  হয় ?

অগনিত  ক্ষুদ্র  গুটিকা / আব   টিউব জুড়ে  থাকে ।

টিউব  সীসার  টিঊবের  মতো শক্ত  হয় ।

টিউবের  শেষপ্রান্ত  থোলিয়ার ( Tobacco  Pouch) মতো  দেখায় ।

টিউবের  ফিমব্রিয়ার  বিনাশ  ঘটে এবং  ওভারি ও  আশে – পাশের  অঙ্গের  সাথে  একেবারে  এঁটে  যায় । এ  সমস্ত  পরিবর্তনের  জন্য  টিউব  ডিম্বানু  ধরতে  (pick – up) পারেনা ।

টিউব  থেকে  চ্যাটচেটে  তরল  নির্গত  হয় এবং  শেষে  টিউব  বন্ধ  হয়ে  পড়ে ।  কাজেই  টিউবে ডিম্বানু  ও শুক্রানুর  আগমন  এবং  একত্রিতকরন  বন্ধ  হয়  বলে  ভ্রুন  হতে পারেনা ;ফলতঃ  নারী বন্ধ্যাত্বের  শিকার  হয় ।

যক্ষায় আক্রান্ত  টিউব পূর্ন  চিকিৎসা  ও খোলার  পরও  কাজ  করতে  পারেনা ;অনেক  সময়  খোলাও  যায়  না যদি  বেশি  জটলা  পাকায় ।

শুধু  ডিম্বাশয় এ  যক্ষা   হতে  পারে  ; ডিম্বাশয়য়ে  যক্ষা  হলে   ashe-পাশের  প্রজনন  অঙ্গের  সাথে  জটলা  পাকায়ে  পিন্ড / mass / গোটা  তৈরি  করে ।

 উপসর্গ :

রুগী  গোটা  এবং  ব্যথা  অনুভব  করেন  ।

 প্রথম  দিকে  মাসিকের  পরিমান  বেশি  হয়  এবং ধীরে  ধীরে  অনিয়মিত  হয়  ও  একেবারে  / পুরো  বন্ধ হয়  এবং    ডিম্বানু  বড়  ও  মুক্ত   হয়  না ;  ফলতঃ   সন্তান ধারনে  অক্ষমতা  আসে ।

জরায়ুতে  যক্ষা  হলে  ভিতরের  আবরনে ও  ইহার  নিচে   বেশ  কিছূ  পরিবর্তন  (আব /গুটি) হয় বলে বেশি  রক্তক্ষরন. .ফোটা  ফোটা  রক্তক্ষরন .এবং  একেবারে  পিরিয়ড  বন্ধ  হয়  অল্প  বয়সে ।

জরায়ু  থেকে  তরল  বের  হয় ।

জরায়ুর  দুই  দেওয়াল  একসাথে  লেগে  যায় ।(synechia)

বস্তিকোটরে  নকল  (pseudo  Cyst ) তৈরি  হয়  যা  usg  এ  ধরা  পড়ে ।

চিকিৎসা : এন্টি  টিউবারকুলার  ড্রাগ  বহুদিন (9 মাস  থেকে  দেড় /দুই  বছর   একটানা খেতো  হয় ।

  প্রজননতন্ত্রের যক্ষা  সেরে  গেলে  নারী  গর্ভধারণ  ও  প্রসব  করেন ; কাজেই  টেনশন  না  করে রোগ নির্নয়   চিকিৎসা  নেওয়া  জরুরি ।  চিকিৎসা  না  নিলে  বোস্তিকোটরের  দীর্ঘকালীন (Chronic pelvic pain ) এ ভুগতে  হয় ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top