สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
মোনোপোজের পর দুই ডিম্বাশয়ে সিস্ট - Prof. Dr. Nurjahan Begum

মোনোপোজের পর দুই ডিম্বাশয়ে সিস্ট

মোনোপোজের  পর  দুই  ডিম্বাশয়ে  সিস্ট:

 মিসেস  সারেনা ১৫ বছর মেনোপজের  পর  ৬৫ বছর  বয়সে  সুদূর  অস্ট্রলিয়া  থেকে  বাংলাদেশে   ছুটে  আসলেন ২ ডিম্বাশয়ের  ২টি   বড়  বড় সিস্ট  ফেলে  দেওয়ার  জন্য । তিনি  ২  বছর যাবত  পেটে  ব্যথা  নিয়া  সিস্ট  ধরা  পড়ার  পরও বিদেশে  ভয়ে  অপারেশন  করান  নি । তাঁর  মনোভাব  কত  উত্তম ! আমরা  অনেকেই   দেশের  চিকিৎসার  প্রতি  অনাস্থা পোষন  করে  পাড়ি  জমাই  বিভিন্ন  দেশে ।

তাঁর  ডিম্বাশয়ের  সিস্ট  ২ টো  আমি  অপারেশন  করে   আস্ত বের   করি  এবং  histopahology  করতে  পাঠাই ।  তাঁর  রক্তের  টিউমার  মার্কার (CA-125) খুব   বেশি  থাকলেও আল্লাহর  অশেষ  কৃপায়  histopath  রিপোর্ট  ভালো ।  তাঁর  chemotherapy  লাগবেনা ।

অপারেশন  এর  পর  তিনি  সুস্থ্য  আছেন  ।

মেনোপজের  পর ডিম্বাশয়  শুকিয়ে যায় ও নিস্ক্রিয়  থাকে ।  সাধারনতঃ  মেনোপজের  পর  ডিম্বাশয়ের  সিস্ট  ক্যাসারে  মোড়  নেয় বা  ক্যানসার  হয় । সুতরাং  মোনোপোজের  পর ডিম্বাশয়ে  সিস্ট  ধরা  পড়লে  অবহেলা  না  করে  চিকিৎসা  করাবেন ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top