মোনোপোজের পর দুই ডিম্বাশয়ে সিস্ট

মোনোপোজের  পর  দুই  ডিম্বাশয়ে  সিস্ট:

 মিসেস  সারেনা ১৫ বছর মেনোপজের  পর  ৬৫ বছর  বয়সে  সুদূর  অস্ট্রলিয়া  থেকে  বাংলাদেশে   ছুটে  আসলেন ২ ডিম্বাশয়ের  ২টি   বড়  বড় সিস্ট  ফেলে  দেওয়ার  জন্য । তিনি  ২  বছর যাবত  পেটে  ব্যথা  নিয়া  সিস্ট  ধরা  পড়ার  পরও বিদেশে  ভয়ে  অপারেশন  করান  নি । তাঁর  মনোভাব  কত  উত্তম ! আমরা  অনেকেই   দেশের  চিকিৎসার  প্রতি  অনাস্থা পোষন  করে  পাড়ি  জমাই  বিভিন্ন  দেশে ।

তাঁর  ডিম্বাশয়ের  সিস্ট  ২ টো  আমি  অপারেশন  করে   আস্ত বের   করি  এবং  histopahology  করতে  পাঠাই ।  তাঁর  রক্তের  টিউমার  মার্কার (CA-125) খুব   বেশি  থাকলেও আল্লাহর  অশেষ  কৃপায়  histopath  রিপোর্ট  ভালো ।  তাঁর  chemotherapy  লাগবেনা ।

অপারেশন  এর  পর  তিনি  সুস্থ্য  আছেন  ।

মেনোপজের  পর ডিম্বাশয়  শুকিয়ে যায় ও নিস্ক্রিয়  থাকে ।  সাধারনতঃ  মেনোপজের  পর  ডিম্বাশয়ের  সিস্ট  ক্যাসারে  মোড়  নেয় বা  ক্যানসার  হয় । সুতরাং  মোনোপোজের  পর ডিম্বাশয়ে  সিস্ট  ধরা  পড়লে  অবহেলা  না  করে  চিকিৎসা  করাবেন ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top