কিছু কিছূ খাদ্য আমাদের সন্তানদের অল্প বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছে দিচ্ছে

আজ  আমরা  জানাবো  কিছু  কিছূ  খাদ্য  আমাদের  সন্তানদের অল্প  বয়সে  বয়ঃসন্ধিকালে  পৌঁছে  দিচ্ছে :

ফার্মের  মুরগির  ডিম  ও মাংস

হরমোন প্রয়োগের  মাধ্যম যে  সব গরু মোটা -তাজা  করা  হয় -সেগুলোর  মাংস ।

কৃত্রিম  সারের সহায়তায় উৎপাদিত  শাকসবজি

প্লাস্টিক/পলিথিন  ব্যাগ -কন্টেনারে  রক্ষিত খাদ্য  ।

প্রোসেসড  খোদা  ।

ফাস্ট  ফুড  ।

উক্ত  ধরনের  খাদ্য  খাবারের  ফলে  মেয়ে ও ছেলে  সন্তানরা  যথাক্রমে  ৮ এবং  ৯ বছরের  আগেই  বয়ঃসন্ধিকালে  পৌঁছে  যাচ্ছে । ফলতঃ লম্বা  হচ্ছেনা ।  হটাৎ  সমবয়সীদের  চেয়ে দেহের  পরিবর্তন  অন্যরকম  খেওয়াল  করে  তারা  বিসন্নো  থাকে । বাবা-মা  বিচলিত  হন ।

অতএব . শিশুদের  খাদ্য  পরিবেশনে আমাদের সচেতন  থাকতে  হবে ।

ইঁচড়েপাকা  বয়ঃসন্ধিকাল  দিন দিন বেড়ে চলেছে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top