৯ বছর বন্ধ্যাত্বের পর ৯০ kg ওজন নিয়া নরমাল ডেলিভারিআর মধ্যোমে .সুস্থ্য বেবি উপহার দিয়া মিসেস ইয়াসিমি : অবাক করলো সবাইকে :

৯ বছর  বন্ধ্যাত্বের  পর  ৯০ kg   ওজন  নিয়া  নরমাল  ডেলিভারিআর মধ্যোমে   .সুস্থ্য  বেবি  উপহার  দিয়া  মিসেস  ইয়াসিমি : অবাক  করলো  সবাইকে :

দীর্ঘ  ৯ বছর  ধরে . অগনিত  গাইনী স্পেসলিস্ট . বহু  কবিরাজ .বেশ  কিছু   এম  বি বি এস  এবং  গ্রাম্য ডাক্তার. .ও  বিভিন্ন  জেলার  দরবেশ  এর  চিকিৎসার  অসফলতায় বিমর্ষ হলেও  আশাবাদী  হয়ে  চিকিৎসা চালিয়ে  যাচ্ছিলেন নারায়নগঞ্জের   মিসেস ইয়াসমি   ও  তাঁর  স্বামী ।  ইয়াসমিn এর  ওজন  ৯০ kg  ছিলো  যখন  আমার  কাছে  আসলেন ।

তিনি  PCOS  এ  ভুগছিলেন । তাঁকে  ওজন  কমানোর  সব   ব্যবস্থা    সহ  উপকারিতা  বুঝাইয়া  বললাম ।  ওজন  কোমলেই  আমি  তাঁর  ডিম বড়  ও ফোটানোর মেডিসিন  দিলাম; স্বামীর  বীর্য  মানসম্মত ।

৩৩ বছর  বয়স্ক    মিসেস    ইয়াসমি  আল্লাহর   অশেষ  মেহেরবানীতে ; আমার  চিকিৎসা   গ্রহন  করেন  ও পরামর্শ    মেনে  চললেন  মাতৃত্বের স্বাদ  মিটাতে ।

শেষপর্যন্ত  তিনি  গর্ভধারণ  করলেন  এবং  নিয়মিত  chek- আপে  করতে  থাকেন  ।

গতকাল   তিনি সুস্থ্য  ফুটফুটে  কন্যা  সন্তানের  মা হলেন ।  আলহামদুলি্লাহ ।   PCOS সমস্যা  ফকির  ঝার – ফোক  করে  কিভাবে  সমাধান  করবেন ?

সঠিক  চিকিৎসা  ডাক্তার কারন  নির্নয়  করে  দিবেন এবং  বন্ধ্যা  দম্পতি  পালন  করবেন – এ ব্যাপারে  আমরা  সচেতোন হলে  বন্ধ্যাত্বের  কবল  থেকে  আল্লাহ  আমাদের  রেহাই  দিবেন ।

 আমরা .বন্ধ্যাত্বের  আধুনিক  চিকিৎসাগুলোর  সম্বন্ধে  জ্ঞান অর্জণ করি এবং  কুসংস্কার

থেকে  বের  হয়ে  সমাজকে  সামনের  দিকে  এগুনোর  যাবতীয়  ব্যবস্থা —————-

 অবলম্বন করি .এবং  অন্যদের  সচেতন  করি ।

মুসলিম  হিসাবে  আমাদের  ধৈর্য্যধারন  করে  আল্লাহর  হুকুমের  প্রতি  আস্থা  রেখে  এবং শরিয়া  মেনে  চলি ।  আল্লাহ  সহায়  হবেন  ইনশাল্লাহ  ।  আমিন  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top