৩৩ সপ্তাহের প্রেগনেন্সি চলাকালে মুমূর্ষ মায়ের প্রান বাঁচাতে সিজার ও ফলাফল :

৩৩ সপ্তাহের  প্রেগনেন্সি  চলাকালে মুমূর্ষ   মায়ের  প্রান বাঁচাতে  সিজার  ও  ফলাফল :

 অনিয়ন্ত্রিত  রক্তচাপ .ডায়াবেটিস. প্রস্রাবের স্বল্পতা ( সারাদিন  দিন – রাতে মাত্র  ২০০মিলি   প্রস্রাব ).দুচোখে  ঝাঁপসা  দেখা. .সমস্ত  শরীরে  পানি  (anasarca) .পেটের  ভিতরে   পানি পানির  চাপে  ত্বক ফেটে গিয়া   ঘা . বুকে  ব্যথা. .পেটে ব্যথা (epigastrc  pain )এবং  প্রচন্ড  মাথা  ব্যথা  সহ   মাত্র  ৩১ সপ্তাহের  প্রেগনেন্সি  নিয়া  ল্যাব  এইড  এ  ভর্তি  হলেন  ২৩ বছর  বয়স্ক  মিসেস  আঁখি ।

পরীক্ষা  করে আঁতকে  উঠলাম এবং  বড়  সরকারি  হাসপাতালে  দ্রুত স্থানান্তরের  পরামর্শ  দিলাম  জরুরি  ম্যানেজমেন্ট  দেওয়ার  পর । আঁখি  আমার  মেয়ের  সহকর্মীর  ভাবি  বিধায় সরাসরি  আপত্তি  জানালেন  অন্যত্র না  যাওয়ার ।

 গোপালগঞ্জ  থেকে  আসা  এই  গর্ভবতীর  নিকটতম  আত্মীয়  ও স্বামী  শোকে  বাকরুদ্ধ এবং  অতীব  ক্লান্ত ;ঢাকায়  কেউ  নেই ।  সব মিলিয়ে —

মানবিকতা  মাথা  উঁচু  করলো  ; রাত – দিন  রোগীর পথ্য  বাড়ানো – কমানো  ও পরিবর্তনে নিজেকে  বিলিয়ে  দিলাম আঁখির   সুচিকিৎসায়।

 মহান  আল্লাহর  কৃপায়  ৩৩ সপ্তাহে  আঁখির  সিজার  করলাম । বেবি  মাত্র  ১৯০০ গ্রাম ;ওজন  কম  হলেও  আপগার  স্কোর  ভালো । বেবি  NICU  তে  ভর্তি আছে ।

 । .গতকাল  থেকে  শিশুটিকে  দুধ  খাওয়ানো  হচ্ছে ;আশা  করি  আগামীকাল  বেবিকে

 নিয়া  আঁখি  গোপালগঞ্জ  নিজের  বাসায়  যেতে  পেরে  স্বস্তি  পাবেন ।  আমিন ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top