สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
২৬ বছর বয়স্ক সাবিনা বিবাহের ৫ বছর উত্তীর্নের পর শেষ মাসিকের তারিখ হিসেবে ১২ সপ্তাহের প্রেগন্যান্সী নিয়ে গ্রাম্য ডাক্তার এর শরনাপন্ন হন। - Prof. Dr. Nurjahan Begum

২৬ বছর বয়স্ক সাবিনা বিবাহের ৫ বছর উত্তীর্নের পর শেষ মাসিকের তারিখ হিসেবে ১২ সপ্তাহের প্রেগন্যান্সী নিয়ে গ্রাম্য ডাক্তার এর শরনাপন্ন হন।

২৬ বছর বয়স্ক সাবিনা বিবাহের ৫ বছর উত্তীর্নের পর শেষ মাসিকের তারিখ হিসেবে ১২ সপ্তাহের প্রেগন্যান্সী নিয়ে গ্রাম্য ডাক্তার এর শরনাপন্ন হন।ডাক্তার  তার  USG করান। USG রিপোর্টে বলা হয়  ভ্রূণের হ্নদস্পন্দন অাসে নাই  ।  এই রিপোর্টের উপর ভিত্তি করে ডাক্তার তাকে D&C করার পরামর্শ দেন। রোগী আমার মতামত  জনার জন্য USG রিপোর্ট নিয়ে আসে নাই  ।  USG এর ছবিতে বাচ্চার  থলে এবং ভ্রুনের বেশকিছু কোষ দেখা  যাচ্ছিলো ।  গর্ভে সন্তান ধারনের আগে তার মাসিক অনিয়মিত ছিল(১ ১/২ -২ মাস পর পর) যাদের মাসিক অনিয়মিত তাদের ডিম্বাণু পরবর্তী মাসিক শুরুর ১৪ /১৫  দিন অঙ্গে মুক্ত হয় বলে শেষ মাসিকের ১ম দিন থেকে প্রেগন্যান্সী সময়কাল গননা করলে ভূল হয়। এহেন পরিস্থিতিতে বাচ্চার হ্নদস্পন্দন না আসলেও ২ সপ্তাহ অপেক্ষা করা বান্ছনীয়।  ২ সপ্তাহ অপেক্ষার পর সাবিনা USG করান ; আনন্দের সাথে তিনি   আজ বললেন – বাচ্চার হ্নদস্পন্দন এসেছে। নূতম সৃষ্টির উল্লাসে সাবিনা এখন দুঃশ্চিন্তা মুক্ত হয়েছেন  ।   সুতরাং  গর্ভে বাচ্চা আসলে এবং কোন সমস্যা (যেমন বেশী বেশী রক্ত যাওয়া) না থাকলে USG রিপোর্ট দেখে D&C, MM- kit বা গর্ভপাতকের কোন  ব্যবস্থা  গ্রহন  করা  ঠিক হবে না।এ ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ অবশ্যাই নিতে হবে।

উল্লেখ্য যে USG মেশিন ও সনোলোজিষ্ট এর উপর ও রিপোর্টের মান নির্ভর করে। আজকাল  বাংলাদেশের  আনাচে কানাচে  2D USG  মেশিনে নন -মেডিক্যাল  Person অহরহ ভুল রিপোর্ট পেশ করেন। এ বিষয়টি মাথায় রাখা দরকার।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top