স্বাসকস্ট .অতিরিক্ত ক্লান্তি , উচ্চ – রক্ত চাপ এবং ২ সপ্তাহ ধরে অনবরত কাশি নিয়া সিজারের মাধ্যমে ২ সন্তানের (জমজ ) মা হলেন ২০ বছর বয়স্ক মিসেস তানিয়া :

স্বাসকস্ট .অতিরিক্ত  ক্লান্তি  ,  উচ্চ – রক্ত চাপ এবং   ২ সপ্তাহ  ধরে  অনবরত কাশি নিয়া  সিজারের  মাধ্যমে  ২ সন্তানের (জমজ ) মা  হলেন  ২০  বছর  বয়স্ক  মিসেস  তানিয়া :  

তানিয়ার  বংশে  কোন  জমজ  বেবি  নেই এবং  বন্ধ্যত্ব  নিরাময়ের  কোন  মেডিসিন  পাননি ; আগে  তাঁর  এক  বেবি আছে । উক্ত  বেবিও  সিজারের  সহায়তায়  হয়েছিলো ।

৩৬ বছরের  মধ্যে  এই  একজন  অল্প  বয়স্কা  মেয়ে  পেলাম  যার  উচ্চ  রক্ত – চাপ ,  হার্ট  স্বাভাবিকের  চেয়ে   বড়  ,  ভাজবিহীন  হার্টের  বড়  ধমনী (unfolded  aorta) ,  এবং  ফুসফুসে  পানি ( pulmonary   oedema) যেগুলো  প্রসবের  পর  x- ray তে  দেখা  গেল ।

২ টো  বেবী গর্ভে  থাকায়  স্বাসকস্ট   ক্লান্তি,  উচ্চ  রক্ত – চাপ  হতেই  পারে ।  একটানা  উপসর্গগুলো  আমাকে  বিচলিত  করলো ।  রোগী  ২ সপ্তাহ  চেক – আপে  আসেনি ; sms  করে  শুধু  কমপ্লেন  করে । একদিন  রেগেই  বললাম  না  দেখে  কি  ঔষুধ  দি  বলেন ।  তারপরও  নিজেরা  অক্সিজেন  নেন  ইচ্ছামতো

আমার  কাছে  চেক – অপে আসলে  দেখলাম তাঁর  ডেলিভারী  করা  জরুরী ।  বেবি  ২ টোর  ১ টির  পজিশন  স্বাভাবিক এবং  অন্যটি  আড়াআড়ি  ছিলো ।  আগে  সিজার  এবং জটিল  উপসর্গগুলোর  জন্য  সিজারের  উপদেশ  দিলাম ।

 বক্ষব্যাধি  বিশেষজ্ঞকে  দেখাতে  বললাম এবং  হাসপাতালে  ভর্তি  হয়ে  অক্সিজেন নিতে  ও nebulize  করতে  বললাম ।  রোগীর  হাজবেন্ড  হাসপাতালের  কাছে  আত্মীয়ের  বাড়ি  অবস্থান   করলেন অথচ  ভর্তি  হলেন  না ।

পরিবারের  সবাই  নাছোড়বান্দা  আমাকেই  এই  serious  রোগীর  সিজার  করার  জন্য  অনুরোধ / চাপ  দিলেন ; পারিবারিক  ডাক্তার হিসেবেই   তাঁরা  দেখেন .শ্রদ্ধা – ভক্তি – বিস্বাসের  কোনই  ত্রুটিই  নেই । তাই.ভালো  anaesthesiologist   এবং ডাক্তার  নিয়া  তানিয়ার  সিজার  করলাম ।  সিজারের  আগে  তাঁকে  বেশ  কিছু  ইনজেকশন  দেওয়া  হলো  যাতে  বিপদ  না  হয় ।

আল্লাহর  মেহেরবানীতে  তানিয়া  এখন  ভালো ; বেবি  ২ টো  সুস্থ্য  রয়েছে ।

তানিয়ার  চিকিৎসা  চলছে ; আশা  করি তাঁর  হার্ট  ও  ফুসফুসের  অসুবিধাগুলো  অনেকটাই

আরোগ্য  হবে ।  আমিন  ।

Scroll to Top