স্তন ক্যান্সারের জন্য নারী মৃত্যুর হার কমানোর উপায়সমূহ

স্তন  ক্যান্সারের জন্য  নারী  মৃত্যুর  হার  কমানোর  উপায়সমূহ :

লোক-লজ্জায়  আমাদের  দেশের  নারীরা  এখনও   মহিলা -অংগের সমস্যা  গোপন রেখে  নিজেই  ধুকে  ধুকে  মারেন  এবং  শেষের  দিকে  ডাক্তারের  স্মরণাপন্ন  হন  যখন

ক্যান্সার কোষ  শরীরের  বিভিন্ন  অংগে  ছড়ায়ে  পড়ে । ফলতঃ  চিকিৎসা  ব্যয়বহুল  হয় এবং  জীবনের  আয়ুও  কমে  যায় । সাথে  সাথে  কস্টদায়ক যন্ত্রনা  সহ্য  করে  অকালে  মৃত্যুকে  আলিঙ্গন  করতে  হয় ।

 সচেনতা  বৃদ্ধি  সহ স্তন  ক্যান্সারের  লক্ষনসমূহ. নির্নয়  পদ্ধতি  জানা  থাকলে  স্তন ক্যান্সারের কারনে  নারী – মৃত্যুর  হার  কমানো  সম্ভব ।  আসুন  আমরা  স্তন  – ক্যান্সার সম্বন্ধ  এ  জানি ।

  স্তন  ক্যান্সারের  লক্ষনসমূহ :

* ২  স্তনের   আকার -আকৃতিতে  অসমতা ।

* স্তনের  বোঁটা স্থানচ্যুত  হওয়া ।

* স্তনের  বোঁটা  ঢুকে  (দেবে ) যাওয়া  ।

* স্তনের বোঁটা  মোটা  হওয়া ।

* বোঁটা  দিয়া  কস /রস  বা রক্ত পড়া  ।

* স্তনে   খুব  শক্ত এবং  ব্যথামুক্ত  চাকা বা  গুটি  হওয়া  ।

* স্তন  ফুলে  গিয়া  ভার ভার  লাগা ।

*স্তনে  পানি  জমা  হওয়া

* চাকা  নড়াচড়া  না  করা (সঞ্চালনশীল নয় )

 * চাকা  থেকে  কস  বা রক্ত  পড়া ।

* বগলে  চাকা  বা  গুটি  হওয়া ।

* স্তনের  ত্বক  এর  রং  লালচে  বা কালো  হওয়া ।

* স্তনের  ত্বকে  টোল (দেবে  যাওয়া ) পড়া  । ত্বক  কমলালেবুর  খোসার  মতো  উঁচু -নিচু   দেখায় ।

* স্তন  ক্যান্সার  শরীরে  ছড়ালে (Metastasis) রোগী  ঘাড় .গলা  ও পিঠে  ব্যথা  বোধ  করেন ।

নির্নয়ের  পদ্ধতি :

USG  of both Breasts and  both axillae .

Mammography

FNAC

 Biopsy (চাকার  কিছু  অংশ  কেটে  পরীক্ষা  করা )

MRI (  ক্যান্সার  ছড়ানো  বুঝা  যায় )

BRCA জিন  সনাক্তকরণ  । এখনও  আমাদের  দেশে  হয়না ।

 চিকিৎসা :

সার্জারি

কেমোথেরাপি

রেডিওথেরাপি

কেমো & রেডিও থেরাপি

হরমোন  থেরাপি

অ্যান্টিহরমোন  থেরাপি

জিন  থেরাপি ।

পুরো  পোস্ট  পড়ার  জন্য  বিশেষ  অনুরোধ  রইলো ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top