সময়ের আগে প্রসব / প্রিটার্ম / প্রিম্যাচিউর লেবার সম্বন্ধে কিছু তথ্য :

সময়ের  আগে  প্রসব / প্রিটার্ম / প্রিম্যাচিউর  লেবার  সম্বন্ধে  কিছু  তথ্য :

গর্ভকাল ৩৭ সপ্তাহ  পূর্ন  হওয়ার  পর  থেকে   ৪১ ( মতান্তরে  ৪০  সপ্তাহের  মধ্যে  প্রসব  হওয়ায়  হচ্ছে  স্বাভাবিক  প্রসবকাল ।

কাজেই .৩৭ সপ্তাহের  আগে  প্রসবকে  বলে

প্রিটার্ম/ প্রিম্যাচিউর লেবর ;এ  ধরনের  লেবারে বেবির  বেশ  কিছু  অসুবিধা  হতে  পারে ।  কোনো  কোনো  বেবীকে  হাসপাতালে NICU তে  বিশেষন  পর্যবেক্ষনে  রাখতে  হয় – NICU  এর  খরচ  এতইটা  বেশি  যে .সব  পরিবার  রেখে  চিকিৎসা  করতে  না  পারার  দরুন  বেবি  বিভিন্ন  সমস্যায় ভুগে  ;  এমনকি   অকালে  মারা  যায় – যা  বাবা .মা  ও পরিবারের  জন্য  খুবই  বেদনাদায়ক ।সুতরাং .আমাদের  প্রিটার্ম

লেবরের  কারন  ও উপসর্গ  এবং করনীয়  সম্বন্ধে  জানা  অতীব  জরুরী ।

কারন :

* অতিরিক্ত  মানসিক  চাপ  ও শারীরিক  পরিশ্রম / কস্টোকর  দীর্ঘ  ভ্রমন  ।

* ইনফেকশন ; যেমন  প্রস্রাবের  ইনফেকশন

*  জরায়ু  থেকে  গর্ভফুল  সরে  যাওয়া –

প্রেসার  বেড়ে  গেলে  বা  জোরে  পেটে  আঘাত  পেলে  এ  ঘটনা  ঘটে ।

 * জরায়ু  আকারে / আয়তনে  অত্যধিক  বৃদ্ধি  হওয়া – একের  অধিক  বেবি  জরায়ুতে  অবস্থান  করলে .বেবির  থলেতে  পানি পরিমানে  খুব  বেশি (polyhydramnios) থাকলে ।

*  জরায়ুতে  বড়  টিউমার / ফাইব্রয়েড  থাকলে

*  জরায়ুর  মুখ  ঢিলা  হলে

* অনিয়ন্ত্রিত  ডায়াবেটিস বা  প্রেসার  থাকলে

* অতিরিক্ত  রক্তশূন্যতা  বা  পানিশূন্যতা  হলে

 উপসর্গ :

# বাচ্চা  নিচে  নেমে  যাওয়া

# ঘন ঘন  প্রস্রাবের  বেগ  হওয়া

#  শিরদাঁড়ার  নিচে  .তলপেটে ও কুঁচকিতে  ব্যথা

# শরীরে  ব্যথা

# অত্যধিক দুর্বল  লাগা

# পেট  ঘন  ঘন  শক্ত  হওয়া

# স্রাবের  মাত্রা  বৃদ্ধি  পাওয়া

# রক্তমিশ্রিত  স্রাব  যাওয়া

# বাচ্চার  পানির  ব্যাগ  ছিদ্র (ফুটো ) বা ফেটে  গিয়ে  পানি  যোনিপথে  অনবরত  বের  হওয়া

# রক্ত  যাওয়া

# পাতলা  পায়খানা  হওয়া

Scroll to Top