শিশুর জন্মগত ত্রুটি .জানুন সচেতন হোন .প্রতিরোধ করুন এবং নির্নয় করে চিকিৎসা করুন :

শিশুর  জন্মগত  ত্রুটি .জানুন  সচেতন  হোন .প্রতিরোধ  করুন এবং  নির্নয়  করে  চিকিৎসা  করুন :

কাংক্ষিত  শিশু  জন্মগত  ত্রুটি  নিয়া  জন্মালে

পারিবারিক  ও  সামাজিক  সমস্যা দিন  দিন  বাড়তেই  থাকে । সুতরাং  জন্মগত  ত্রুটি  সম্পর্কে  আমরা  কিছু  জানি ।

কারন –

১। জেনেটিক বা  জিনগত (Chomosomal)

২ । পরিবেশগত (Environmental )

৩ । ইনফেকশন

৪।ড্রাগ -গর্ভাবস্থায়  সব  ড্রাগ  খাওয়া  যাবেনা;ডাক্তারেআর দেওয়া  মেডিসিন  ব্যতিরেকে ।

জেনেটিক কারন  কোন কোন ক্ষেত্রে  বেশি  হয় :

* টিনেজ়  প্রেগনেন্সি

* ৩৫ এর বেশি  বয়সে  বাচ্চা হলে

*নিকটতম  আত্মীয়ের (আপন চাচাতো .ফুফাতো ও খালাতো  ভাই – বনে ) মধ্যে  বিবাহ (consanguinous  marriage ).

পরিবেশগত  কারণসমূহ –

* রাসায়নিক  পদার্থ  যেমন  কীটনাশক  (pesticide)  নাড়াচাড়া  করলে

*  সংরক্ষিত  খাদ্য  খেলে

* বেভারেজা দেওয়া  মুখরোচোক  খাদ্য  খেলে

* X-Ray   বা অন্য  রোস্মিসংস্পর্শে  থাকলে

জন্মগত  ত্রুটি কয়  ধরনের –

২ ধরনের :

a) শারীরিক -বাহ্যিক  ত্রুটি

b)মানসিক -বুদ্ধি  কম  বা  হাবা -গোবা ।

শারীরিক  ত্রুটি  কি কি  হতে  পারে ?

মাথা  বড় (হাইড্রোকেফালাস )/hydrocephalous .

সিস্টিক  হাইগ্রমা -গলার  পাশে  টিউমার

  ঠোঁট কাটা

তালু কাটা

 খাদ্যও  ফুসফুস  নালীর  মধ্যে  সংজোগ বা  ফিস্টুলা

ডায়াফ্রামে হার্নিয়া

খাদ্যনালি / ফুসফুস

 তৈরি  না হওয়া

হার্টে  ফুটো

নাড়ি – ভুঁড়ি  নাভি বা আশ-পাশ  দিয়া  বের  হওয়া

পেটের  চামড়া  তৈরি  না  হওয়া

পায়ু  পথ  তৈরি  না হওয়া

  ক্লাব  ফুট  বা  বাঁকা  পা  ।

এক  হাত -পা এ  ৫ টির  বেশি  আংগুল  থাকা

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top