মেয়েদের বহির্রযৌনাঙ্গে চুলকানি ফুসকুড়ি .জ্বালা -পোড়া. ব্যথা দুর্গন্ধযুক্ত স্রাব নির্গমন (মাছের গন্ধের মতো ).ছুঁলে যাওয়ার কারন ও করনীয় :

মেয়েদের   বহির্রযৌনাঙ্গে চুলকানি  ফুসকুড়ি .জ্বালা -পোড়া.  ব্যথা  দুর্গন্ধযুক্ত  স্রাব  নির্গমন  (মাছের  গন্ধের   মতো ).ছুঁলে  যাওয়ার  কারন  ও  করনীয় :

:প্রতিদিন  হাসপাতালের আউটডোর .ও ক্লিনিককে এবং  প্রাইভেট  চেম্বার  এ কিছু শিশু .যুবতী ও বৃদ্ধা  মহিলা  বহির্রযৌনাঙ্গে

চুলকানি .ফুসকুড়ি .জ্বালা- পোড়া. ছুঁলে যাওয়া

কষ বের  হওয়ার  সমস্যা  নিয়া  আসেন । যাঁরা  এ  ধরনের  সমস্যায়  ভুগেন  তাঁর  ২% ও  সচেতনতার  অভাবে  এবং  লজ্জায়  বছরের  পর  বছর ঐ  নিদারুন  কস্ট  সহ্য  করছেন ।

কারন :

* কিছু  জীবানু  সংক্রমন  যেমন

-ছত্রাক (yeast )

ট্রাইকোমোনাল

ব্যাকটেরিয়াল  ভ্যাজাইনোসিস

হারপেস

* বেশি  ক্ষারযুক্ত  সাবান  ব্যবহার

Deodrant / Detergent ব্যবহার*

 * আঁটসাঁট   ছিদ্রবিহীন  অন্তরবাস ব্যবহার

* পিরিয়ডের সময়  অপরিস্কার  ন্যাপকিন (

ব্যবহার

* কনডম  ও  জন্মনিয়ন্ত্রণ  জেলি / ফোম

ব্যবহার

* অনিয়ন্ত্রিত  ডায়া বেটিস

*  চুলকানি  রোগ

* পিউবিক  লোমে  উকুন (pubic  lice )

Gonorrhoea or  HIV Infection এও দায়ী । ‘

করনীয় : গাইনী বিশেষজ্ঞ  ডাক্তারের  প্রেসক্রিপশন  অনুযায়ী মেডিসিন  সেবন ও

ব্যবহার করবেন  এবং  নিয়ম  মেনে  চলবেন । উষ্ণ  গরম  পানি  ব্যবহার    করা  ভালো ।  

শিশু  ও বয়স্কদের  ঐ ডোবা জায়গার  ত্বক  পাতলা  ও শুকাইয়া  য়াই  হরমোনের   অভাবে ;- চিকিৎসা  রয়েছে ।

কাজেই  দেরি  না  করে  ডাক্তার  দেখবেন ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top