สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
মেয়েদের বন্ধ্যত্ব দূরীকরনে ডিম্বাশয়কে উদ্দীপ্তো (স্টিমুলেট) করে ডিম সংখ্যায় ও আকারে বাড়ানোর এবং ডিম পরিপক্ক ও ফাটার জন্য ইনজেকশন সংরক্ষন ও প্রয়োগের সঠিক পদ্ধতি মেনে চলা জরুরি : - Prof. Dr. Nurjahan Begum

মেয়েদের বন্ধ্যত্ব দূরীকরনে ডিম্বাশয়কে উদ্দীপ্তো (স্টিমুলেট) করে ডিম সংখ্যায় ও আকারে বাড়ানোর এবং ডিম পরিপক্ক ও ফাটার জন্য ইনজেকশন সংরক্ষন ও প্রয়োগের সঠিক পদ্ধতি মেনে চলা জরুরি :

চিকিৎসক .ডিম্বানু আসার ও আকারে /সাইজে বড় করার .এবং ডিম পরিপক্ক ও ফাটার ইনজেকশন লিখলে তারিখ এবং দেওয়ার পদ্ধতি ও সংরক্ষনের নিয়ম উল্লেখ করলেও দম্পতিরা খেয়াল না করে যেকোন ফার্মেসি থেকে কিনেন এবং নিজেদের সুবিধামতো হাতুড়ে ডাক্তার . হেলথ ভিজিটার. প্রশিক্ষনপ্রাপ্ত নার্স দিয়া ইনজেকশন প্রয়োগ করান ।
আমি প্রশ্ন করে জেনেছি অনেক ফার্মেসি ইনজেকশনগুলো ঠিক তাপমাত্রায় রাখেন না ; সঠিক তাপমাত্রায় না রাখলে উক্ত ইনজেকশনগুলো মোটেও কাজ করেনা – শুধু শুধু অর্থ বিনাশ.মেয়েদের কস্ট হয় – সাথে সাথে প্রেসক্রিপশনকারী চিকিৎসককে ব্যর্থতার কথা শুনতে হয় এমনকি ঐ রোগী ডাক্তারের অক্ষমতার কথা বলেন আরও অনেক রোগীকে এবং ডাক্তার পরিবর্তন করতে থাকেন ।

এই ইনজেকশনগুলোকে ৩৬ -৪৬ ডিগ্রী ফারেনহাইটে রাখতে হয় .ডিপ ফ্রিজে বা অতিরিক্ত গরমে রাখা যাবেনা ।

ইনজেকশন প্রয়োগ পদ্ধতি প্রেসক্রিপশন দেখে বা ইনজেকশনের সাথে দেওয়া লিফলেটের বা ডাক্তারের নির্দেশিকা হুবহু মেনে চলতে হবে । দুঃক্ষের বিষয় ঐ সব জনগন পড়তে এবং বুঝতে পারেন না বলে ইনজেকশনগুলো বেঠিকদিনে ও স্থানে প্রয়োগ করেন ।

ইনজেকশন গুলোর কোনটি ত্বকের নিচের চর্বিতে নাভির ২ ইঞ্চি দূরে (পাসের দিকে ) দিতে হয় আবার কতকগুলো হিপের /নিতম্ব (পাছা ) মাংশপেশীতে দিতে হয় ।

উরুর (জাং )সাইডের মাংশপেশীতেও দেওয়া যায় .হাতের মাংশপেশীতে না দেওয়ায় ভালো ।
চর্বিতে দেওয়া ইনজেকশনের চেয়ে ঘন মাংশপেশীতে দিলে মেডিসিন দ্রুত শোষিত হয় ।
২৮ দিন বা মেয়াদ উত্তীর্ন না হওয়া পর্যন্ত ইনজেকশনগুলো সঠিক তাপমাত্রায় রাখা যাবে ।
সুতরাং এখন থেকে .আমরা ইনজেকশন ক্রয় করবো মেয়াদ ও সঠিক সংরক্ষন দেখে .সুযোগ্য ব্যক্তি দ্বারা সঠিক দিনে এবং শরীরের যথোপযুক্ত স্থানে প্রয়োগের ব্যবস্থা নিবো ইনশাআল্লাহ । ছবিটি Googl থেকে নেওয়া হয়েছে ।

Scroll to Top