মেয়েদের পিরিয়ডে পেটে ব্যথা (Dysmenorrhoea) :
যৌবন প্রাপ্ত হলেই ৫০% এরও বেশি মেয়ে মাসিক শুরুর আগে এবং পুরো পিরিয়ড ধরে ( কিছু ক্ষেত্রে ) তলপেটের ব্যথায় কস্ট পান । চিকিৎসা বিজ্ঞানে উক্ত ব্যথাকে dysmenorrhoea বলে ।
এ ব্যথা প্রথম পিরিয়ড (menerchae )শুরুর পর পরই হয়ে থাকে ; সাধারনত ১ বছরের মধ্যে হয়ে থাকে ।
উক্ত ব্যথা শুধু তলপেটেই সীমাবদ্ধ থাকে না – উরু এবং পিঠের নিচের দিকে বা কোমরের উপরেও হতে পারে । এমনকি পুরো শরীরে ব্যথা হতে পারে ।
.
ব্যথা ছাড়া অন্যান্য উপসর্গ যেমন – বমি ভাব .মাথা ঘোরা / ব্যথা .মাথা .ঝি ঝি করা .হাত – কামড়ানো .খিটমিটে মেজাজ .ক্ষুধামন্দা .অরুচি .হাত পায়ে খিল ধরা .জীবন – যাত্রায় ছন্দ বিচ্যুতি ..কাজে অমনোযোগী ইত্যাদি ।
কারন ও ধরন :
কম বয়সে পিরিয়ডে ব্যথা হলে সুনির্দিষ্ট কারন খুঁজে পাওয়া যায়না ।
ডিম্বানু মুক্ত হওয়ার প্রক্রিয়ার কারনে হরমোনের তারতম্য ঘটে বলেই ব্যথা ও উপরোক্ত উপসর্গগুলো দেখা দেয় । ডিম্বানু মুক্ত হওয়া থেকে পিরিয়ড আরম্ভ হওয়ার ১/২ দিন পর্যন্ত বা পুরো পিরিয়ড ধরে ব্যথা থাকতে পারে । যে-ক্ষেত্রে স্পস্ট কারন নায় সেটাকে প্রাইমারী ডিজমেনোরিয়া বলে । কম বয়সী মেয়েদের এ ধরনের ডিজমেনোরিয়া হয় । জরায়ু সংকুচিত হয়ে মাসিকের রক্ত বের করতে শুরু হলেই ব্যথার মাত্রা কমতে থাকে ।
সুতরাং .সহজে বুঝা যায় – ডিম্বানু বের হওয়া এবং জরায়ু সংকোচন হওয়ার জন্যই মূলতঃ প্রাইমারী ডিজমেনোরিয়া হয় ।
আরো মনে করা হয় যে . পিরিওডের আগে জরায়ুর ভিতরের দেওয়ালে prostaglandin নামক রাসায়নিক পদার্থ জমা হয় বলে ব্যথা হয় । পিরিয়ডেরx সময় এ দেওয়াল ভাংতে শুরু করলেই ব্যথা কমতে থাকে ।
prostaglandin কমার অনুপাতে ব্যথা
কমে । তীব্র ব্যথার কারনে মেয়েরা স্কুল / কলেজ ও অফিসে যেতে পারে না ।
অথচ চিকিৎসাযোগ্য ।
সবচেয়ে উত্তম চিকিৎসা নরমাল ডেলিভারি ।
অপরপক্ষে সেকেন্ডারি ডিজমেনোরিয়াতে সুনির্দিষ্ট কারন পাওয়া যায় এবং ৩০ বছরের কাছাকাছি সময়ে হয়ে থাকে ।
কারনগুলো :
এন্ডোমেট্রিওসিস
এডেনোমাওসিস
ফায়ব্রোয়েড
পেল্ভীক ইনফ্ল্যামেটরি ডিজিজ (PID)- ইহা বসতিকোটরের ইনফেকশন ।
পেল্ভীক কোন্জেষোন – রক্তের নালি ও টিসু স্ফীত হয় ।
উভয় ধরনের ডিজমেনোরিয়া মেয়েদের জীবনকে অতিস্টি করে তুলে ।
চিকিৎসা :
ব্যথানাশক ঔষধ ।
ocp (ওরাল cotaceptive pill )- দয়া করে
উপরোক্ত মেডিসিনগুলো নিজেরা কিনে খাবেন না ; ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন ।
এন্ডোমেট্রিওসিস. এডেনোমাওসিস. ফায়ব্রোয়েড. PID এর চিকিৎসা করা ।
LUNA – laparoscopic nerve ablation.- বর্তমানে করা হয়না ।
লজ্জা না করে পিরিয়ডে ব্যাথা হলে বিলম্ব না করে ডাক্তারের চিকিৎসা নিয়া স্বাভাবিক জীবনযাপন করার জন্য অনুরোধ রইলো ।