মেয়েদের যোনিপথ দিয়ে সাদাস্রাব বের হওয়ার কারন ও প্রতিকার

শুধিবৃন্দ .মেয়েদের  সাদাস্রাব নিযে  আমরা  যত  উদ্বিগ্ন  থাকি  সবক্ষেত্রে  .এ   উপসর্গ  কিন্তু  বিশেষ  কোনো রোগের  নয় ।

 ১ ।মেয়ে  নবজাতকের  যোনিপথ  দিযে  যে  স্রাব  যাই  তা  সাভাবিক । আপনারা  শুনে  অবাক  হবেন যে  মাসিকের  মতো   রক্তও  দেখা  দেই -এরকম  হলে  ঘাবড়াবেন  না  বরং  ণিস্চিত  হবেন  যে  মেয়েটির  জরায়ু  ও  যোনিপথ  ঠিক আছে ।

২ । মেয়ে  শিশু যখন   কিশোরী  ও যুবতী  হতে  চলে  তখন  সাদা  স্রাব এর আবির্ভাব ঘটে -য়া  সম্পূর্ন  নরমাল ।

৩ । প্রেগন্যান্ট  মহিলার – বাচ্চা  প্রসবের  সময়  এগুতে  থাকলে  যোনিপথে  স্রাব  এর আধিক্য  ঘটে ;এটিও  সাভাবিক ।

৪। ডিম্বাশয়  থেকে  ডিম্বানু  মুক্ত  হওয়ার  সময়  ও  কযেকদিন  আগে  সাদা  স্রাব  পরিলক্ষিত  হয় -যাও  নরমাল  ।

৫। সহবাস  বা যৌনউত্তেজনা  হলে  সাভাবিক  সাদা  স্রাব  যোনিপথে  নির্গত  হয় ।

মহিলারা  অপুস্টিতে  ভুগলে সাদা  স্রাব  থেকে  মুক্তি  পাওয়ার  জন্য  পুস্টিকর  খাবার  খেতে  হবে ।

অপরিস্কার  থাকলে এবং  মাসিকের  সময়  নংরা  ন্যাকড়া  ব্যবহার  করলে   অতিরিক্ত  সাদাস্রাব  সাস্থ্যসম্মত  নয় । পরিছন্ন  থাকতে  হবে ।।

ছোট  শিশু খেলার  ছলে  কিছু  বস্তু  যোনিপথে  না  বুঝে  প্রবেশ  করলে   আ লক্ষন  দেখা  দিলে দেরি  না  করে   ডাক্তার  দেখবেন ।

যোনিতে  ভুলবশতঃ  কনডমের  অংশ  বা  ট্যাম্পুন  থাকলে  অতিরিক্ত  সাদা স্রাব  হলে  -সেগুলি  বের  করে  ফেলুন ।

স্রাবের রং  সাদা না   হয়ে –  লালচে সবুজ, হালকা  হলুদে,ফেনা ফেনা, ছানার  মতো দুর্গন্ধযুক্ত এবং  সাথে  মেয়েদের  বোহি: যৌনাওংগে  চুলকানী

ফুস্কূরি বা ঘা ও  জালাপোড়া.সহবাসে ব্যথা  প্রস্রাবে  জালা পোড়া   তলপেটে  ব্যথা  থাকলে   এবং ফুলে  লাল  হলে অসাভাবিক  বলে  গন্য  হবে ।

উক্ত  সমস্যা গুলো  বিভিন্ন  ধরনের  জীবানু  সংক্রমনের  ফলে  ঘটে  ।  জীবানুগুলোর  কিছু  কিছু  যৌনবাহিত  । কাজেই  নিরাপদ  সহবাসই  সবার  কাম্য ।

উপসর্গগুলি  বুঝে ঝটপট  ডাক্তার  দিয়া  শারীরিক  পরীক্ষাসহ  ল্যাব  টেস্ট  করতে  হবে এবং  মেডিসিন  খেতে  ও  ব্যবহার  করতে  হবে । ব্যক্তিগত  পরিস্কার  পরিছন্নতার  দিকে  নজর  রাখতো হবে ।  সুতি ও পরিস্কার  অন্তর্বাস  পরিধান  করতে  হবে ।  যাঁরা অনিয়েনত্রিতো  ডায়াবেটিস  এ ভুগছেন  antibiotic  খাচ্ছেন  তাঁরা এসমস্ত  অসুবিধায় পড়তে  পারেন । নিরাশ  হবার  কিছু  নেই  সবই  নিরাময়যোগ্য ।

অতিরিক্ত  সাদা  স্রাব  কোন  কোন  সময়  জরায়ুর  মুখের  ক্যান্সার  শুরুর  আগে  হয়ে  থাকে । বহুগামী  মহিলা  বা  তাঁর  হাজবেন্ড  বহুগামী  হলে  বা  হাজবেন্ড এর  আগের  সঙ্গিনী  জরায়ুর  মুখের  ক্যান্সার এ  ভুগলেও টেস্ট  করা  জরুরি  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top