মিস গর্ভপাত (Missed Abortion):
মিস গর্ভপাত কি ?
গর্ভের ২০ সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্র্যনের হৃৎপিন্ডের স্পন্দন বন্ধ হয়ে গেলে এবং ভ্রুনের বৃদ্ধি থেমে গেলে ও গর্ভফুলের কাজ ক্রমশক কমতে কমতে একেবারে বন্ধ হয়ে জরায়ুর ভিতরে আটকে থাকলে মিস গর্ভপাত বলে ।
অন্য গর্ভপাতের মতো এখানে পেটে ব্যথা বা রক্তক্ষরন না থাকায় গর্ভবতীর কোন উদ্বিগ্নতা থাকেনা । তবে কারো কারো বমি ভাব / বমি .স্তনে ব্যথা কমে বা চলে যায় ।
বিপোরিত ঘটনাও ঘটে গর্ভফুলের কাজ চলার জন্য ।
তাহলে মিস গর্ভপাত কিভাবে বুঝা যাবে ?
পেটের আকার বাড়েনা
বাদামি স্রাব যোনিপথে নির্গমন
USG এ বাচ্চার হার্ট বিট এর অনুপস্থিততি
USG ছাড়া মিস গর্ভপাত নির্নয়ের পথ কি ?
২ দিন পর রক্তের বিটা hcg সঠিক ও স্বাভাবিক নিয়মে বৃদ্ধি না পেলে ।
কারন :
সম্পূর্ন কারন আজও বলা হয়নি ; গবেষনা চলছে । সম্ভাব্য কারন –
ভ্রূণের ক্রোমোজোমের ত্রুটি
হরমোনের ভারসাম্যহীনতা (Hypo/ Hyperthyroidism.
PCOS
মায়ের
ইনফেকশন .
জ্বর .
ডায়রিয়া
জরায়ুর গঠনগত ত্রুটি বা টিউমার ও ইনফেকশন
বেশি কফি / চা এলকোহল পান
ফার্মেসি থেকে নিজে মেডিসিন সেবন রক্তশূন্যতা
অপুস্টি .
নংরা পরিবেশ .
আঘাত পাওয়া ইত্যাদি ।
: চিকিৎসা :
*একা বের হওয়ার জন্য অপেক্ষা করা – রুগী কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে । এক্ষেত্রে ডাক্তারের কেয়ারে থাকতে হয় ।
*মেডিসিন এর মাধ্যমে জরায়ু খালি করা
*D&C করে জরায়ুর ভীতরের ভ্রুন .গর্ভোফুল ও বাচ্চার থলে বের করে ফেলা ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়