মিসেস সুইটি আক্তার , বয়স২৮ বছর, বিয়ের বয়স ৯ বছর ৭ মাস, মাত্র ৩ মাস সন্তান ধারনের চিকিৎসার পর গর্ভধারন করেন এবং মেয়ে সন্তানের মা হন :

দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিয়েছেন মিসেস সুইটি গর্ভধারনের জন্য । ব্যর্থ মনোরথ হয়ে তিনি আমার কাছে ছুটে আসেন সুদূর মুন্সীগঞ্জ থেকে । ৩ মাস চিকিৎসা নেওয়ার পর আল্লাহর কৃপায় তিনি গর্ভধারণ করেন। গর্ভকালীন পুরো চেক – আপ আমার কাছে করেন । ৩ দিন আগে মুন্সীগঞ্জের একটি ক্লিনিকে সিজারের মাধ্যেমে তিনি কন্যা সন্তানের মা হন । বেবি সুস্থ্য আছে ।

Scroll to Top