মিসেস পারমিতা বয়স 33 বছর ২৪ মাস যাবৎ বদ – হজম .ক্ষুধামন্দা ও তলপেটের ব্যথায় কস্ট পাচ্ছিলেন ।

মিসেস  পারমিতা  বয়স  33 বছর  ২৪ মাস  যাবৎ বদ – হজম .ক্ষুধামন্দা  ও তলপেটের  ব্যথায়  কস্ট  পাচ্ছিলেন । তাঁর  তলপেটের  USG  রিপোর্ট  এ  বলা  হয় বাম  পাসের  ডিম্বাশয়ে সিস্ট  আছে ;আর্থিক  অসুবিধার  জন্য  তিনি  ডাক্তারের  পরামর্শ মোতাবেক  অপারেশন  না   করে ঔষধ  সেবন  করেন  এক টানা  ৩ বছর  । তিনি  আমাকে  সব  অসুবিধার  কথা জানান  ভদ্রভাবে এবং  কম  টাকায়  অপারেশন  করে  দেয়ার  জন্য  অনুরোধ  করেন ।  আমি  তাঁর  ডিম্বাশয়  রেখে  সিস্ট  ফেলে  দিলাম -তাঁর আরও  সন্তান  নেওয়ার  ইচ্ছা আছে ;তাছাড়া তিনি ডিম্বাশয়  রাখতে  ইচ্ছুক । তাঁর  ওভারীর  সিস্টকে  বলা  হয়  ওভারিয়ান  ডার  ময়েড  সিস্ট । এ  ধরনের  সিস্ট এর  ভিতরে  দাঁত .চুল .চর্বি চামড়া কশেরূকা.নার্ভ – সেল.পরিপাকতন্ত্র এর  অংশ ও হাড়  থাকতে  পারে । ছবিতে  দেখা  যাচ্ছে – চুল  চর্বি ও পরিপাকতন্ত্রের  অংশ ।  ঘাবড়ানোর  কিছু  নাই .সিস্ট ফেললেই  রুগী  পুরোপুরি  আরোগ্য  হয়  ।  গবেষনায় দেখা  গেছে পেট  কেটে  অপারেশন  করলে  এ  ধরনের  সিস্ট   হওয়ার  0% ঝুঁকি এবং পেট    ফুটো  করে  করলে 7% ঝুঁকি ।  এ  ধরনের  সিস্টয়ে  সাধারনতঃ  মোচড়  না  খেলে  ব্যথা  হয়না ।  রুগী  এখন ভালো  আছে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top