মায়ের গর্ভে (জরায়ুতে ) অবস্থানকালে গর্ভস্থ বাচ্চার নাড়ে গিট / গিটটু (knot )থাকলে গর্ভাবস্থায় এবং জন্মের পর ঐ বেবির কি কি অসুবিধা //জটিলতা হতে পারে ?

মায়ের  গর্ভে (জরায়ুতে ) অবস্থানকালে  গর্ভস্থ  বাচ্চার  নাড়ে  গিট / গিটটু (knot )থাকলে  গর্ভাবস্থায় এবং জন্মের পর ঐ বেবির   কি কি  অসুবিধা  //জটিলতা   হতে  পারে ?

নাড়ে  গিট  হবার  কারন :

*  বাচ্চার  নাড় অস্বাভাবিক  লম্বা  থাকলে

* জরায়ুর  ভিতরে  খুব  বেশি  পানি (polyhydramnios)  থাকলে

গর্ভাবস্থায়  কি  অসুবিধা  হয় –

# মা  বেবির  নড়াচড়া  বুঝতে  না  পেরে

গর্ভবতীর   বিমর্ষতা  এবং  বার  বার ডাক্তার / হাসপাতালে   গমন-

  গিঁট  পড়ার  পর  খোদার  রহমতে / প্রাকৃতিকবভাবে  যাতে  গিটটুটি  খুব  বেশি  এঁটে /টাইট  (tight ) হয়ে   মা  থেকে  বেবিতে  অক্সিজেন  ও পুস্টিভ  পুস্টি  যাওয়া ব্যাহত  না  হয়  সে  জন্য   বেবি  কম  নড়ে ।

# দুর্ভাগ্যবশতঃ  অনেক  সময়  গিঁট  কিছুটা  টাইট  হলে  বেবি  অপর্যাপ্ত পরিমানে  পুস্টি পায়  বলে  বেবি  গর্ভে  ঠিকমতো  বেড়ে  উঠেনা ।  ব্রেনে  অক্সিজেন সরবরাহ  কম  বলে বেবির   বুদ্ধিমত্তা পুরোপুরি  বিকশিত  হয়না ।

# কস্টদায়ক  হলেও   কিছু  সময়  গিঁট  সম্পূর্ন  টাইট  হলে  বাচ্চা   গর্ভে  মারা  যায়  ।

# নরমাল  প্রসবের  সময়ও  গিঁট  টাইট  হয়ে  বেবি  মারা  যায়/ বেবি  নীলাভ (asphyxia) হয়েও  জন্ম  নেয়া এবং  জন্মের  পরও  মারা  যায় ।

আমি  প্রায় ২০- ৩০ টি  মতো  বেবি  সিজার  করার  সময়  গিঁটসহ  পেয়েছি  এবং  দেখেছি  সবগুলোই  ঢিলে  – ঢালা  /  সম্পূর্ন  টাইট  নয় ।  সিজারের  পর  এই  বেবীগুলোর  কোন  কোনটির  অসুবিধা  দেখিনি   .আবার  কিছু  কম  ওজনের  বেবি  পেয়েছি । একটিও  নীলাভ  বেবি  পায়নাই ।

এই  সব  বেবীগুলোর  মাকে  আমার  সাথে  যোগাযোগ   রাখার  জন্য  অনুরোধ  করেছি ; আমিও  খোঁজ- খবর  অব্যাহত  রেখেছি ।

আল্লাহর  রহমতে  কোন  অসুবিধার  কথা  কানে  আসে  নাই । আমিন  ।গতকাল  নিম্নের  বেবিটি  জন্মেছে  ; ও বেশ  ভালো আছে ।

Scroll to Top