মহিলাদের ডিম্বাশয়ে (ovary ) ক্যান্সার সম্বন্ধে কিছু জরুরী তথ্য

মহিলাদের  ডিম্বাশয়ে (ovary ) ক্যান্সার       সম্বন্ধে কিছু  জরুরী  তথ্য: 

প্রথমে আমরা  জেনে  নেই ডিম্বাশয়ের  ক্যান্সার কি ?

শুধুমাত্র  ডিম্বাশয়  থেকেই ক্যান্সারের  উৎপত্তি  ঘটলেই তাকে  ডিম্বাশয়ের  ক্যান্সার  বলা হয় ।  অন্য  অঙ্গের  ক্যান্সার স্থানচ্যুত  হয়ে  ডিম্বাশয়ে  স্থাপিত  হলে  তাকে  ডিম্বাশয়ের  ক্যান্সার বলা  যাবেনা ।

ডিম্বাশয়  এর

কারন : সঠিক  করে  বলা  যায়না; মনে করা  হয়  জিনগত / বংশানুক্রমিক  ।

ঝুঁকিসমূহ :

একবারও  গর্ভধারন  না  করে থাকলে

মেয়ে  হরমোন  নিলে

বন্ধ্যত্ব  চিকিৎসার  মেডিসিন  পেলে

রক্ত – সম্পর্কের  কেউ  (মা -বোন .খালা ) ক্যানসারে  আক্রান্ত  হলে  বা  মারা  গেলে  ।

বয়স –

২০ বছরের  নিচে (শিশু /কিশোরীদের )

৪৫ বছরের  বেশি  বয়সে   ডিম্বাশয়ের ক্যান্সার

পরিলক্ষিত  হয়

মেনোপজের  পর  ডিম্বাশয়ের

ক্যান্সারের  মাত্রা  বাড়তে  থাকে । তবে  অল্প -সল্প  পরিসরে  যেকোন  বয়সে  হতে  পারে ।

ডিম্বাশয় এর  ক্যান্সার নীরব  ঘাতক ;প্রথম  অবস্থায়  তেমন  কঠিন  উপসর্গ  রুগী বুঝেন  না -শেষে  এই ক্যান্সার বিস্তারলাভ  করলে   চিকিৎসা  ব্যয়বহুল  ও  কঠিন  হয়ে  পড়ে ।

লক্ষন :

খিদা  হ্রাস  পাওয়া

খাবারে  অরুচি

পেট  ভরে  থাকা  ভাব

হজমে  অসুবিধা /বদ  হজম

 বমি ভাব  বা  বমি

পেটে  ফাপ ধরে থাকা বা  পেট  ফোলা

তলপেট  ভার  ভার লাগা

তলপেটে   / বোস্তিকোটোরে ব্যথা  কোস্টকাঠিন্য /ডায়রিয়া

জোনীপথ  দিয়া  রক্ত  যাওয়া

সহবাসের  সময়  বা পরে  তলপেটে  ব্যথা

হুট  করে  ওজন  কমে  যাওয়া

রক্তশূন্য  হওয়া

মেনোপজ এর  পর  হটাত  মাসিকের  রাস্তা  দিয়া  রক্ত  যাওয়া  ।

ওভারিয়ান   ক্যান্সার এর  ধাপ :

এই  ক্যান্সার এর   বিস্তার  অনুযায়ী  ৪ টি ধাপ  রয়েছে ।  ধাপ  সাপেক্ষে  রুগীর  চিকিৎসা  দলগতভাবে  স্ত্রীরোগ  বিশেষজ্ঞ  এবং রডিওলো জিস্ট  করে  থাকেন ।

চিকিৎসা :

সার্জারি

কেমোথেরাপি

রেডিওথেরাপি

হতাশার  মধ্যেও  আশার  আলো  হচ্ছে বর্তমানে  কেমোথেরাপি  দিয়া  রুগীর  জীবন -যাত্রার  মান  উন্নত সহ  আয়ু  বৃদ্ধি  আল্লাহর  কৃপায়  সম্ভব  হচ্ছে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top