বয়ঃসন্ধিরকালে অতিরিক্ত রক্তস্রাব (Puberty Menorrhagia):

বয়ঃসন্ধিরকাল বা puberty হচ্ছে ১০ থেকে ১৯ বছর সময়কাল । উক্ত সময়ে মেয়েরা শারীরিক গঠন ও মানসিক বিকাশ এবং প্রজননক্ষমতায় পরিপক্কতা অর্জন করে ; পিরিয়ড হতে শুরু করে ।

বয়ঃসন্ধিরকালে কিছু মেয়ে puberty menorrhagia (পিরিয়ডের রক্ত ৮০ ml এর বেশি এবং পিরিয়ড ৭ দিনের বেশি থাকে ) তে ভুগেন ।ঠিকমতো চিকিৎসা না করলে মারাত্বক রক্তশূন্যতায় জীবন বিপন্ন হয় ; হাসপাতালে ভর্তি হয়ে শরীরে রক্ত দেওয়া লাগে ।

কারন – হরমোনাল । ব্রেইন ও ডিম্বাশয়ের মধ্যের সিগন্যাল এর সুসমন্বয় গড়ে না উঠার জন্যই মূলতঃ puberty menorrhagia হয় । অতিরিক্ত রক্তক্ষরন ছাড়াও মাসিকের সময় ব্যথা হতে পারে ।

চিকিৎসা –

# NSAID(nonsteroid antiinflammatory drug ), যেমন Iboprufen .
# Tranexamic acid
# progesteron
# Oral pill
# মিরেনা – জরায়ুতে progesteron হরমোন সম্বলিত ডিভাইস ।
# Blood Transfusion

ডা: এর প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিতে হবে ; নিজে নিজে চিকিৎসা নেওয়া ঠিক না ।
বি: দ্র: -জরায়ু ফেলা / hysterectomy
করা ভুল চিকিৎসা – puberty menorrhagia এর জন্য নড়াইলের এক মেয়ে বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির আউট ডোরে এ সমস্যার জন্য hysterectomy করার পর এসেছিলেন – তাঁকে দেখে আমি খুব কস্ট পেয়েছি । তাঁর কাছে কোনো docoment ছিলোনা , মুখে বলেছিলেন । USG করে আসতে বলেছিলাম কিন্তু আর আসেন নাই । আমাদের সচেতন হতেই হবে ।

Scroll to Top