বেল্লাইটেড ওভাম

আজ  আমরা  জানবো বেল্লাইটেড  ওভাম  সম্বন্ধে :

USG রিপোর্ট   এ বেল্লাইটেড ওভাম  দেখে  গর্ভবতী  ও পরিবারের  সদস্যদের  আতংকিত  হওয়ার  কোনোই  দরকার  নাই :

বেল্লাইটেড ওভাম  এক ধরনের  প্রেগন্যানসি ।  এটাকে এনইমব্রাওনিক  জেসটেশন / প্রেগন্যানসিও  বলে ।

এধরনের  প্রেগন্যানসি হলে  বাচ্চার  থলে  ও গর্ভফুল  বাড়তে  থাকে  কিন্ত  থলের  ভিতরে  ভ্রুন  থাকেনা ।  গর্ভফুলের বৃদ্ধির  ফলে প্রেগনেন্সি  টেস্ট  পজিটিভকারক  হরমোন

  নি : সৃত  হতে  থাকে  বলে  টেস্ট  পজিটিভ হয় ।

এজন্যই  USG  করে  এই  প্রেগন্যানসি সনাক্ত  করতে  হয় ।

কোন কোন  ক্ষেত্রে  রোগী  হালকা  রক্তক্ষরণ  নিয়া  ডাক্তারের  কাছে  আসেন ।

বেল্লাইটেড ওভামের  চিকিৎসা  হচ্ছে  – জরায়ুর  ভিতর থেকে  বাচ্চার  থলে  বের  করে  ফেলা ।

ঔষধ  এর  সাহায্য  এ  বা D&C করে  সহজে  চিকিৎসা  করা  যাই ।

বেশিরভাগ  ক্ষেত্রে  একবার  বেল্লাইটেড ওভাম হলে  বার  বার  হয়না  ;পরবর্তীতে  স্বাভাবিক  প্রেগনেন্সি  হয় এবং  চিকিৎসাও  আছে  । কাজেই  ঘাবড়ানোর  দরকার  নাই  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top