বন্ধ্যত্ব দূরীকরননে মহিলাদের ডিম্বাশয় উদ্দীপ্ত করা বা টিউব টেস্টের আগে চিকিৎসা শুরুর আগে পুরুষ সংগীর বীর্য বিশ্লেষন অপরিহার্য :

বন্ধ্যত্ব  দূরীকরননে  মহিলাদের  ডিম্বাশয়  উদ্দীপ্ত  করা  বা টিউব  টেস্টের  আগে  চিকিৎসা  শুরুর  আগে  পুরুষ  সংগীর  বীর্য  বিশ্লেষন  অপরিহার্য :

 প্রাচীনকাল  থেকে  অধ্যাবধি  মেয়েদের  এককভাবে  বন্ধ্যাত্বের  জন্য  দায়ী  করা  হলেও  পুরুষের  শুক্রানুর  দরকার  ভ্রুন  তৈরির নিমিত্তে ।

  আজ  আমরা  জানবো  পুরুষের  বীর্য   সম্বন্ধে  গুরুত্বপূর্ন  তথ্য –

 পুরুষালী  দৈহিক গঠন . শারীরিক ও  মানষিকভাবে  মিলনে

স্বক্ষোমোতা এবং  বীর্যপাতই বাবা  হবার  নিশ্চয়তা  দেয় না –

বীর্য  এর  আয়তন( semen volume )

সুস্থ্য শুক্রানুর  সংখ্যা বা count ( পর্যাপ্ততা ) .   শুক্রানুর  জিবোনাষোক্তি (Vitality )  নড়নচড়নের (motility )  ধরন .

.শুক্রানুর . স্বাভাবিক .গঠন .

উন্মুক্ত   চলাচল  পথ

.ইনফেকশন  —–ইত্যাদির উপর  নির্ভর করে  পুরুষের  বাঁচা বাচ্চা  হওয়ার  ক্ষমতা ।

 * সুতরাং .ভালো  ল্যাবে  বীর্য  পরীক্ষা  করা  আবশ্যক ।

*  পরীক্ষার  আগে  কিছু  নিয়ম  পুরুষকে  মেনে  চলতে  হবে ।

  নিয়মগুলো  হচ্ছে –

 # টেস্ট  এর  আগে  ২(মতান্তরে ৩)  থেকে  ৫ দিন  সহবাস  থেকে  বিরত  থাকতে  হবে Abstinence  from  coitus ).

# হস্তমৈথুন  (masterbstion)করা  যাবেনা  উক্ত  2/3 থেকে ৫ দিন ।

# ল্যাবে  একটি  আলাদা  রুমে  বীর্য  সংগ্রহ হস্তমৈথুন করতে  হবে  হস্তমৈথুন এর  সহায়তায়

#কন্টেনারে  পুরো  বীর্য  করতে  হবে সংগ্রহ

# ননটোক্সিক  কনডমেও সংগ্রহ করা  যায় ।

 # হস্তমৈথুন এর  মাধ্যোমে  বীর্য  সংগ্রহ করতে  না পারলে স্ত্রী সহবাসে  বিরতি (coittus  interruptus ) এনে  পুরো  বীর্য  সংগ্রহ  যায়

# ল্যাবে  সংগ্রহ সম্ভব  না  হলে কোন  বাড়ি  বা  হোটেলে  সংগ্রহ করে  ৩০ মিনিটের  মধ্যে  ল্যাবে  পৌছাতে  হবে সংগৃহিত  বীর্য ।

যাঁরা  উপরোক্ত  পন্থায়  বীর্যপাতে  সক্ষম  নন  তাঁদের  এলেত্রোএজকূলতোর বা  prostate  massage  করে  বীর্য  নেওয়া  যায়  টেস্ট  এর  জন্য ।

ল্যাবের  রিপোর্ট  ডাক্তাকে   দেখবেন ।

পরবর্তী  চিকিৎসা  দু  জনের  রিপোট  অনুযায়ী  হবে  ইনশাল্লাহ ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top