বন্ধ্যত্বের কারন নির্নয়ের সব রিপোর্ট সঠিক থাকা সত্তেও ( unexplained infertility ) কনসিভ না হলেও করনীয় এবং সান্তোসনজ়নক গর্ভধারণ :

আসুন .বন্ধ্যাত্ব নির্নয়ের সঠিক রিপোর্ট বলতে আমরা কি কি বুঝি তা জেনে নেই-

* ছেলেদের-

বীর্যরসে (Semen) এর স্বাভাবিক গুনাগুন অক্ষুন্ন থাকা যেমন -শুক্রানুর

সংখ্যা ( count) স্বাভাবিক ।

আকার – আকৃতি (Morphology ) / গঠন মানসম্পন্ন ।

উৎকৃষ্ট গতিশীল(Rapid Movement ) / চলনশীল ( Motility ) ।

ইনফেকশন মুক্ত ।

উৎপন্ন স্থল (টেস্টিস / Testis ) থেকে
নির্গমনের পথ (vasdeference & urethra) উন্মুক্ত বা খোলা ।

বীর্যপাত যোনিপথের সঠিক জায়গায় স্থাপিত হয় ।

মেয়েদের –

* ডিম্বাশয়ের সাইজ ঠিকঠাক ।

ডিম্বানুর সংখ্যা পর্যাপ্ত এবং পরিমানমতো বড় হয়ে মুক্ত হয় ( ovulation).

* ফ্যালোপিয়ান টিউব –

দুই মুখ খোলা এবং স্বাভাবিক আকার -আকৃতির ।

টিউবের ফিমবিরিয়া স্বাভাবিক এবং ডিম ধরে টিউবে নিতে সক্ষম ।

* জরায়ু –

সাইজ (Size) ও অবস্থান / পোজিশন স্বাভাবিক (Antiverted& Antiflexed )

সব (৩) দেওয়াল / wall মসৃন এবং
টিউমারহীন ।

জরায়ু বিভক্ত নয় (septed/subsepted)/ আংশিক বা সম্পূর্ন পর্দা জরায়ুর খোলা মধ্যভাগকে (উতেরীনে cavity ) আলাদা করে রাখে নাই ।

জরায়ুর মুখ স্বাভাবিক ও খোলা ।

যোনিপথ পুরোটা উন্মুক্ত অর্থাৎ কোথাও কোন পর্দা (vaginal septum ) নেই ।

Unexplained ( অব্যাখাযিত ) Infertiity (বন্ধ্যত্ব ) –

যেসব দম্পতি এ ধরনের বন্ধ্যাত্ব নিয়া হতাশ তাঁদের বন্ধ্যত্ব দূরীকরনের অনেক সুখবর আছে –

* অন্য কারনে
বন্ধ্যত্বের তুলনায় বাচ্চাধারনের অনুপাত বেশি ।
১ । ডিম্বাশয় উদ্দীপ্ত করনের জন্য মুখে ঔষধ সেবনে ভালো ফল হয় । এই মেডিসিন সুলভ মূল্যে পাওয়া যায়

২। ডিম্বাশয় উদ্দীপ্ত করার জন্য ইনজেকশন ও সন্তোষজ়নক ফলাফল আনে ।
ডিম্বাশয় উদ্দীপ্ত করার সুফল -ডিম বড় করা ।

TVS করে ডিমের থলে (Follicle ) দেখা হয় ।ডিমের থলের ভিতরে ডিম থাকে ।

৩। IUI (Intrauterine insemination)

৪ । IVF বা ICSI করা ।

সামান্য কিছু ক্ষেত্রে ডোনার থেকে ডিম বা শুক্রানুর সাহায্যে IVF বা ICSI করে দম্পতিকে বাচ্চা উপহার দেওয়া যায় । এই পদ্ধতি ইসলাম সমর্থন করে না ।

চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বন্ধ্যত্বের আধুনিক চিকিৎসা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান সহজ হয়েছে ; বাধা সচেনতা ও অর্থ ।

Scroll to Top