สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
বন্ধ্যত্বের কারন নির্নয়ের সব রিপোর্ট সঠিক থাকা সত্তেও ( unexplained infertility ) কনসিভ না হলেও করনীয় এবং সান্তোসজ়নক গর্ভধারণ : - Prof. Dr. Nurjahan Begum

বন্ধ্যত্বের কারন নির্নয়ের সব রিপোর্ট সঠিক থাকা সত্তেও ( unexplained infertility ) কনসিভ না হলেও করনীয় এবং সান্তোসজ়নক গর্ভধারণ :

বন্ধ্যত্বের  কারন   নির্নয়ের  সব  রিপোর্ট  সঠিক থাকা  সত্তেও  ( unexplained  infertility ) কনসিভ   না  হলেও  করনীয়  এবং 

সান্তোসনজ়নক   গর্ভধারণ :

 আসুন  .বন্ধ্যাত্ব    নির্নয়ের সঠিক  রিপোর্ট   বলতে  আমরা  কি কি  বুঝি তা  জেনে  নেই-

* ছেলেদের- 

বীর্যরসে (Semen) এর  স্বাভাবিক  গুনাগুন  অক্ষুন্ন  থাকা  যেমন -শুক্রানুর 

সংখ্যা ( count) স্বাভাবিক । 

আকার – আকৃতি (Morphology ) / গঠন  মানসম্পন্ন  । 

উৎকৃষ্ট  গতিশীল(Rapid  Movement ) / চলনশীল  ( Motility ) ।  

ইনফেকশন  মুক্ত । 

উৎপন্ন  স্থল (টেস্টিস / Testis ) থেকে 

 নির্গমনের  পথ (vasdeference  & urethra) উন্মুক্ত  বা  খোলা  । 

বীর্যপাত  যোনিপথের  সঠিক জায়গায়  স্থাপিত  হয়  । 

মেয়েদের – 

* ডিম্বাশয়ের সাইজ  ঠিকঠাক । 

ডিম্বানুর  সংখ্যা  পর্যাপ্ত  এবং  পরিমানমতো  বড় হয়ে  মুক্ত  হয় ( ovulation).

* ফ্যালোপিয়ান টিউব – 

দুই  মুখ  খোলা  এবং  স্বাভাবিক  আকার -আকৃতির । 

টিউবের  ফিমবিরিয়া স্বাভাবিক এবং  ডিম  ধরে  টিউবে  নিতে  সক্ষম । 

* জরায়ু –

সাইজ (Size) ও অবস্থান / পোজিশন স্বাভাবিক  (Antiverted& Antiflexed )

  সব (৩) দেওয়াল  / wall  মসৃন  এবং 

টিউমারহীন  ।  

জরায়ু  বিভক্ত  নয় (septed/subsepted)/ আংশিক  বা  সম্পূর্ন পর্দা  জরায়ুর  খোলা  মধ্যভাগকে (উতেরীনে cavity ) আলাদা  করে  রাখে নাই ।

জরায়ুর  মুখ স্বাভাবিক ও খোলা ।  

যোনিপথ  পুরোটা  উন্মুক্ত  অর্থাৎ  কোথাও  কোন  পর্দা  (vaginal septum ) নেই ।

Unexplained ( অব্যাখাযিত ) Infertiity (বন্ধ্যত্ব ) –

 যেসব  দম্পতি   এ  ধরনের  বন্ধ্যাত্ব নিয়া  হতাশ  তাঁদের   বন্ধ্যত্ব  দূরীকরনের  অনেক  সুখবর  আছে – 

* অন্য  কারনে     

 বন্ধ্যত্বের তুলনায় বাচ্চাধারনের  অনুপাত  বেশি ।

১ ।  ডিম্বাশয়  উদ্দীপ্ত  করনের   জন্য  মুখে ঔষধ  সেবনে  ভালো  ফল  হয় ।  এই  মেডিসিন  সুলভ  মূল্যে  পাওয়া  যায় 

২।  ডিম্বাশয়  উদ্দীপ্ত করার  জন্য   ইনজেকশন  ও  সন্তোষজ়নক  ফলাফল  আনে । 

ডিম্বাশয় উদ্দীপ্ত করার  সুফল  -ডিম  বড়  করা ।

TVS করে ডিমের  থলে (Follicle ) দেখা  হয় ।ডিমের  থলের  ভিতরে  ডিম  থাকে । 

৩। IUI  (Intrauterine insemination)

৪ ।  IVF বা ICSI করা । 

সামান্য  কিছু  ক্ষেত্রে  ডোনার  থেকে  ডিম বা  শুক্রানুর  সাহায্যে  IVF বা ICSI করে  দম্পতিকে  বাচ্চা  উপহার  দেওয়া  যায় ।  এই  পদ্ধতি  ইসলাম  সমর্থন  করে  না । 

  চিকিৎসা  বিজ্ঞানের   অগ্রগতি ও  উন্নত  প্রযুক্তি  ব্যবহার  করে  বন্ধ্যত্বের  আধুনিক   চিকিৎসা  কাজে লাগিয়ে  এ  সমস্যার  সমাধান  সহজ  হয়েছে ; বাধা সচেনতা  ও অর্থ ।

Scroll to Top