প্রসবপরবর্তী করনীয় এবং চেক – আপ :
প্রসবের পর মা এবং শিশু ২ জনেরই যত্নের প্রয়োজন ।
মায়ের যত্ন –
* নরমাল ডেলিভারির পর মাকে কিছুক্ষন বিশ্রাম নিয়া – কুসুম গরম পানি ও সাবান দিয়া গোসল করতে হবে এবং পরিস্কার ও আরামদায়ক পোশাক পরিধান করতে হবে ও পরিস্কার প্যাড পরাতে হবে ।
সিজারের ক্ষেত্রে গা মুছে দিয়া পরিস্কার প্যাড পরাতে হবে ।
* পেট ভরে তৃপ্তিদায়ক খাবার খেতে হবে ।
সিজারের ২ ঘন্টা পর থেকেই পানি / তরল খাবার /নরম ভাত ডাক্তারের উপদেশ মোতাবেক খেতে দিতে হবে w
* লম্বা ঘুম দিতে হবে ।
* পরিস্কার স্যানিটারি প্যাড দিনে কমপক্ষে ৩ বার বদলাতে হবে ।
* হাঁটাহাঁটি করতে হবে / সিজারের ক্ষেত্রে পাশ ফিরবেন , হাত – পা নাড়াবেন / বসবেন /হাঁটবেন পর্যায়ক্রমে ।
* শুয়েও হাত – পা নাড়তে হবে ।
* ব্যায়াম করতে হবে (ডা: ব্যায়ামের ধরন শিখায়ে দেন ) এবং শুরুর দিনও বলে দিবেন ।
* প্রতিদিন তাজা ফল .সালাদ সবজি মাছ মাংশ .ডিম দুধ খেতে হবে এমনভাবে খেতে হবে যেন ১০০০ থেকে ১৫০০ ক্যালরি আগের চেয়ে বাড়তি হয় ।
* প্রচুর পরিমানে তরল পানীয় পান করতে হবে ।
* প্রস্রাব / পায়খানা চেপে রাখা যাবেনা ।
প্রসবের পর চেক – আপ –
বাড়িতে নরমাল প্রসব হলে –
১ ম দিনই চেক- আপ করাতে হবে এবং
২ য় /৩ য় দিনে
৭ ম দিনে
৪২ তম দিনে /৬ সপ্তাহ পর ।
সিজার হলে – ৩ য় দিনে ড্রেসিং এবং ৭ ম দিনে ড্রেসিং ও সেলাই কাটা ।
* নিচে সেলাই (episiotomy) এর যত্ন ডাক্তারের নির্দেশ অনুযায়ী করতে হবে ।
* স্তনে দুধ জমতে দেওয়া যাবেনা ।
* মেডিক্যাল রোগের চিকিৎসা চালিয়ে যেতে হবে ।
বেবির যত্ন :
* জন্মের পর পরই শুকনো সুতি (পরিস্কার ও পুরাতন ) কাপড় দিয়া আলতোভাবে বেবির মাথা থেকে পা পর্যন্ত মুছাতে হবে । এগুলো ফেলে দিয়া আলাদা কাপড় দিয়া মুড়াতে হবে ।
* নাড় কাটার আগে বিশুদ্ধ clamp নাভি থেকে ২ আংগুল দূরে লাগানোর পর ১ আংগুল দূর থেকে বিশুদ্ধ ধারালো কাঁচি দিয়া নাড় কাটতে হবে ।
* নাড়া শুকনো রাখতে হবে , সেক দেওয়া যাবেনা ।
* বেবীকে মায়ের স্তন চুসাতে হবে ।
* প্রস্রাব – পায়খানা সাথে সাথে পরিস্কার করতে হবে ।
* বেবিকে ১/ ২ ঘন্টা পর পরই দুধ খাওয়াতে হবে ।
মধু / সরিষার তেল বা চিনি – গুড়ের সরবত * খাওয়া যাবেনা ।
* চোখে কাজল দেওয়া যাবেনা ।
* জন্মের ১ ম দিনই বেবীকে BCG টিকা দেওয়া যাবে । দেড় মাস বয়স থেকে টিকাদান কর্মসূচির তত্তাবধানে সব টিকা দিতে শুরু করতে হবে ।
* মা HbsAg পজিটিভ ও বেবি HbsAg নেগেটিভ হলে দুধ খাওয়ানোর আগে বেবীকে ২ ধরনের ইনজেকশন দিতে হবে।
* বেবীকে ভিটামিন K খাওয়াতে হবে ।
* প্রতিদিন বেবিক সকলের রোদে ১০/ ১৫ মিনিট রাখতে হবে , চোখে রোদে দেওয়া যাবেনা ।
সর্বোপরি সংস্লিষ্ট প্রসূতি বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলতে হবে ।