পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম রুগীর গর্ভধারণ, সুস্থ্য বাচ্চার আবির্ভাব

পলিসিস্টিক  ওভারিয়ান  সিন্ড্রোম রুগীর  গর্ভধারণ,  সুস্থ্য  বাচ্চার  আবির্ভাব

মিসেস  পলি .বয়স   ২৮ -১ টি  সন্তানের  জন্য  ৮ বছর  ধরে  প্রায়   ২ ডজনেরও  অধিক  ডাক্তারের  শরনাপন্ন  হন ।

বন্ধ্যা  বলে  শোশুর  বাড়ির সদস্যদের   দ্বারা  লাঞ্ছিত  হয়ে আমার  কাছে    বন্ধ্যাত্ব  চিকিৎসা   করতে  আসেন ।

 তাঁর  উপরের  ঠোঁট .ও #শরীরে  অত্যধিক  পশম .ঘাড়ের  পিছনের  ত্বকে  কালো  দাগ ,  অনিয়মিত  পিরিয়ড , এবং কিছু পরিক্ষার রিপোর্ট থেকে  বুঝা  গেলো  তিনি  পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এ  ভুগছেন  ।

নারীরা  পলিসিস্টিক  ওভারিয়ান

সিন্ড্রোম এর  জন্য   বন্ধ্যাত্ব  নিয়ে  আসলে  কিছু  নিয়ম  পালন  করলেই  আল্লাহর  রহমতে  মা  হতে  পারেন ।

মিসেস  পলি  .১১  জানুয়ারি  পুত্র  সন্তানের  মা  হলেন ; প্রশান্তিতে ভরপুর  হলো  তাঁর  পরিবার .ঘুচে  গেলো  বন্ধ্যাত্ব ।  আমিন  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top