สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
নারীরা হাইপোথারয়েডে ভোগলে গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় কি কি অসুবিধা হয় এবং করনীয় নিয়া কিছু তথ্য : - Prof. Dr. Nurjahan Begum

নারীরা হাইপোথারয়েডে ভোগলে গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় কি কি অসুবিধা হয় এবং করনীয় নিয়া কিছু তথ্য :

নারীরা  হাইপোথারয়েডে   ভোগলে গর্ভধারণের  আগে  ও  গর্ভাবস্থায়  কি  কি  অসুবিধা  হয় এবং  করনীয়  নিয়া  কিছু  তথ্য : 

আগে  জেনে  নিই   হাইপোথায়রয়েড /          হাইপোথাইরয়ডিজ   কি –

আমাদের  গলার  সামনে  অবস্থিত থাইরয়ড গ্রন্থির  হরমোনের  স্বল্পতাকে (স্বাভাবিকের  চেয়ে  কম ) হাইপোথায়রয়েড/ হাইপোথাইরয়ডিজ( Hypothyroidism) বলে ।

শীত

উপসর্গগুলো  কি  কি ?

শীত  শীত ভাব / শীতকাতুরে

অত্যধিক  ক্লান্তিবোধ

সমস্ত  শরীরে  ব্যথা

শরীরে  পানি  আসা / শরীর  ফুলে  যাওয়া

ঘুম  ঘুম  ভাব

কোস্টকাঠিন্য

চুল  পাতলা  হওয়া  বা  পড়ে  যাওয়া

ত্বক  খসখসে  হওয়া

কর্মে  অনীহা / দেরিতে  কাজ  সম্পাদন করা ঘন  ঘন  বা বেশি  পরিমানে  মাসিক  হওয়া

কম  লম্বা (বেঁটে  ) হওয়া

গর্ভধারণে  ব্যর্থ  হওয়া

হাইপোথাইরয়ডিজ নির্নয় :

রক্তে – TSH. .FT4 .এবং  FT3 এর  মাত্রা  দেখা ।

  করনীয় :

 হরমোন  বিশেষজ্ঞ / স্ত্রী বিশেষজ্ঞ/ নিঊক্লিয়ার

বিশেষজ্ঞকে  দেখানো  জরুরী ।

গর্ভধারণের  আগে  মাত্রা  কত হলে  ভালো ?

৩ বা  ৩ এর  সামান্য  নিচে ।

গর্ভাবস্থায়  কখন  কখন থায়রয়েড হরমোনের  মাত্রা  চেক  করা  ভালো ?

গর্ভকালীন  প্রথম  ভিজিটে (গর্ভের  ৬ সপ্তাহের  মধ্যে  হলে  ভালো ); মাত্রা  ঠিক  হলেও  ৩ মাস  পর পর এবং  ডাক্তার  এর  উপদেশ  মোতাবেক  ৬ সপ্তাহ  পর  পর  ও টেস্ট  করতে  হতে  পারে ।

কেন  এ  হরমোনের  মাত্রা  গর্ভাবস্থায়  ঠিক  রাখতে  হয় ?

গর্ভজাত  সন্তানের  বৃদ্ধি  ঘটেনা

মানষিক  প্রতিবন্ধী শিশু  জন্ম  নেয়

হাইপোথাইরোযেড (congenital  hypothyroidism) নিয়া   বাচ্চা জন্ম  নেয়।

 প্রসবের  পর  মায়ের  প্রচুর  রক্তক্ষরন  (post partum  haemotrrhage /pph ) হয় ।

থাইরোয়েড  ক্রাইসিস  ও হতে  পারে । এটি  জীবনের  ঝুঁকিপূর্ন  অবস্থা ।

চিকিৎসা :

থাইরোক্সিন  ট্যাবলেট  খেতে  হবে ।

মাত্রা  কি হবে ?

 শরীরে (রক্তে )থাইরোক্সিন হরমোনের  ঘাটতি  অনুযায়ী  ডাক্তার  ঔষধের মাত্রা  ঠিক  করে  দিবেন ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top