নারায়নগঞ্জের মিসেস বীথি .বয়স ২৫ বছর. .মাত্র ১ cycle ডিম্বাশয় উদ্দীপ্ত করার ইনজেকশন নিয়া গর্ভসঞ্চার করেন এবং ২
আগস্ট সিজারের মাধ্যোমে সন্তান প্রসব করে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেন ।
৪ বছর ধরে মিসেস বীথি সন্তান লাভের জন্য চিকিৎসা করেন । বন্ধ্যা বলে শশুররালয়ের সদস্যদের দ্বারা অনবরত লাঞ্ছিত হতে হতো ।কাজেই তিনি মানষিকভাবে ভেংগে পড়েন । আমি তাঁকে হাশি – খুশি থাকার উপকারীতা বুঝাইয়া বলি এবং চিকিৎসা করি ।
আল্লাহর অশেষ কৃপায় ২ আগস্ট তাঁর কোলে এলো ফুটফুটে সুস্থ্য বেবি । আমিন ।