দুই বার এনেনকেফালি /Anencephaly(বাচ্চার মাথার সামনের খুলি তৈরি না হওয়া এবং স্বাভাবিক মস্তিস্কের গঠনগত ত্রুটি ) বেবির পর সুস্থ্য বেবির আবির্ভাব

দুই  বার এনেনকেফালি /Anencephaly(বাচ্চার  মাথার  সামনের  খুলি তৈরি  না  হওয়া এবং স্বাভাবিক  মস্তিস্কের  গঠনগত  ত্রুটি ) বেবির  পর  সুস্থ্য  বেবির  আবির্ভাব :

যাঁদের  বিকলাঙ্গ  বেবি  জন্ম  নেয়  তাঁরা  ভীত – সন্ত্রস্ত এবং  বিমর্স  থাকেন আর  ভাবেন  জীবনে  সুস্থ্য  বেবির  বাবা – মা  হতে  পারবেন  না ।  আল্লাহ  ইচ্ছা  করলে সুস্থ্য বাচ্চা  আমাদের  উপহার  দেন -এ  আস্থায়  অবিচল  আমাদের  থাকতে  হবে ।

মিসেস  পিংকির (.বয়স  ২৮ ) .প্রথম  ও  তৃতীয়  সন্তান  এনেনকেফালি ছিলো ; দ্বিতীয়বার  আমার  চেক – আপ এ  ছিলেন  এবং  আমি  তাঁর  সিজার  করি ; এ বাচ্চাটা  সুস্থ্য . বয়স  ৬ বছর ।

গতকাল  তিনি  ৪ নং  সিজার এর  সহায়তায়  সুস্থ্য   ছেলে বাচ্চার মা  হলেন ।  কাউন্সিলিং  করা  সত্তেও  তিনি  ও  তাঁর  স্বামী  লাইগেশন  করতে  নারাজ ;বিধায়  আমি  শুধু  সিজার  করলাম ।

 আজ  পিংকি  ও বাচ্চার  অবস্থা  সন্তোষজনক ।  আমিন  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top