สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
দিনমজুরের স্ত্রী মিসেস রাবেয়া .বয়স ২৪ বিরাট বড় জরায়ুর টিউমার (Fibroid) - Prof. Dr. Nurjahan Begum

দিনমজুরের স্ত্রী মিসেস রাবেয়া .বয়স ২৪ বিরাট বড় জরায়ুর টিউমার (Fibroid)

দিনমজুরের স্ত্রী  মিসেস  রাবেয়া .বয়স  ২৪ বিরাট  বড়  জরায়ুর  টিউমার (Fibroid) এর  উপসর্গ -এ অতিস্ট হয়ে বহু  সরকারি  বেসরকারি  হাসপাতালে চিকিৎসার  জন্য    ধন্যা  দিয়া   জরায়ু  অপসারন ও জীবননাশের  হুমকির  কথা  মানতে  না  পেরে গতকাল আমার   কাছে অপারেশন  করালেন :

 মানুষের সুস্থতা  এবং   সন্তান   সুখের  আকাংখা  থাকবেই  – এটা  স্বতঃসিদ্ধ ।  অর্থকস্টে  থাকলেও  রাবেয়া  ও তাঁর  স্বামী একটা ছেলে সন্তানের আশায় চিকিৎসা হিসেবে  জরায়ু  রেখে  টিউমার  ফেলতে  ইচ্ছুক ।  নিম্নবিত্ত  হয়েও  একরকম  পরিকল্পনা  শুনে  আমি  অবাক  হইলাম এবং  রাবেয়ার  টিউমার  ফেলতে  রাজি  হইলাম ।

 আমি  আল্লাহর  মেহেরবানীতে ও সকলের  দোয়ায়    গতকাল

 রাবেয়ার  টিউমার  ফেলতে  সমর্থ  হইলাম ।  আমিন ।

উল্লেখ  না  করে  পারছিনা – তাঁর  প্রথম  মেয়ে  নরমাল  ডেলিভারি .দ্বিতীয়  মেয়েরটার সময়   সিজার  করেছিলেন  টিউমার  ফেলার  আশায় ।  কিন্তু তাঁর  আশা  পূরন  হয়নি ।

ছোটো  মেয়েটার  বয়স  মাত্র  ১ বছর ।  তিনি  সিজারের  কিছু আগে  থেকে  বর্তমান অপারেশনের  পূর্ব  পর্যন্ত  অতিরিক্ত  রক্তশূন্যতা .দুর্বলতা মলl- মূত্র  ত্যাগের  সময়  অসহনীয়    কস্ট. জীবন নাশের ও অর্থ  জোগানের  ভয়  সহ  .পেটে  অনবরত  ব্যথায়  ভুগছিলেন ।

সকলের  সচেনতার  জন্য  বলছি .সিজারের  সময়  নিরাপদে  ফাইব্রোয়েড  ফেলা  যায় ।

 প্রসূতি ও  স্ত্রীরোগ  বিশেষজ্ঞ  এবং  প্রজনন

বিশেষজ্ঞরা এ  ধরনের  অপারেশন  করেন । যাঁদের  বাচ্চা  নেওয়ার  ইচ্ছা  তাঁদের  প্রজনন

বিশেষজ্ঞ এর  কাছে অপারেশন  করা  শ্রেয় ।  বর্তমানে  রাবেয়া  মানসিক  শান্তি পেয়ে  বেশি  সুস্থ্য বোধ  করছেন ।  আলহামদুলি্লাহ ।

Scroll to Top