টেস্ট টিউব বেবি নেওয়ার প্রক্রিয়াধীন নারীরা জরায়ুতে ভ্রুণ স্থাপনের পর কি কি করলে প্রেগনেন্সির চান্স বাড়ে :
* সবসময় হাশি-খুশি থাকতে হইবে ।
* বই .পেপার পড়া যাবে .টিভি মুভি watch করা ভালো – টেনশান কম হবে ।
* বাড়ির তৈরি সুষম ও পুস্টিকর খাবার খাবেন
* .ভাজা .তৈলাক্ত ও চর্বি খাবার খাওয়া নিষেধ ; এগুলো খেলে পাতলা পায়খানা বার বার হলে পেটে চাপ পড়ে ।
* ভারী জিনিস বহন করা যাবেনা ।
* বেশি পরিমানে পানি পান করতে হবে ফলে প্রস্রাবে ইনফেকশন হবেনা ; ইনফেকশন হলে সফলতার হার কমে যায় ।
* কফি / এলকোহল খাবেন না ।
* জনবহুল ও নোংরা পরিবেশে থাকা বা যাওয়া যাবেনা কারন ইনফেকশন এর চান্স বেড়ে যায় – বিশেষ করে স্বাসতন্ত্রের যাতে পেটের প্রেসার বেড়ে গিয়া ভ্রুন বের হয়ে যাওয়ার ভয় থাকে ।
* ভারী কাজ করা যাবেনা ।
* পেটে চাপ পড়ে এমন কাজ করা ণিসিদ্ধ ।
* যোনিতে ডুস করা যাবেনা ।
* অটোরিক্সা. সাইকল .মোটর সাইকল এ যাতায়াত করা যাবে না । কারে ও প্লেনে চলাচল করা যাবে ।
* সবসময় শুয়ে থাকার দরকার নেই । বাড়ির মধ্যে ধীরে হাটাহাটি করা যাবে ; পাশের বাড়িতেও গিয়া গল্প করা যাবে ।
* গরম পানি দিয়া গোসল করা যাবেনা ; তবে গোসল করা যাবে ।
* ব্যায়াম ণিদিদ্ধো ।
* পায়খানা শক্ত না হয় – সেদিকে খেয়াল রাখতে হবে ।
* ডাক্তারের দেওয়া ঔষোধ সঠিক মাত্রায় ও সঠিক সময়ে খেতে হবে ।
* প্রেগনেন্সি টেস্ট করা পর্যন্ত সহবাস না করায় ভালো ।