টিউবাল বা এক্টোপিক প্রেগনেন্সি কি স্বাভাবিক প্রেগ্নেন্সী ?
না এটা অস্বাভাবিক প্রেগনেন্সি ।
এক্টোপিক প্রেগনেন্সি বলতে কি বুঝি ?
ভ্রুন জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত না হয়ে অন্যত্র প্রতিস্থাপিত হলে আমরা এক্টোপিক প্রেগনেন্সি বলি । এ প্রেগ্নেন্সী টিউবে বেশি হয় বলে এটাকে টিউবাল প্রেগনেন্সি বলে ।
এ ধরনের প্রেগনেন্সি কি ঝুঁকিপূর্ন ?
হা .
সময়মতো সনাক্ত ও চিকিৎসা না করলে এক্টোপিক প্রেগনেন্সি ফেঁটে গিয়া অতিরিক্ত
এক্টোপি রক্তক্ষরন হয়ে গর্ভবতীর জীবন বিপন্ন এমনকি জীবননাশের ও সম্ভবানা থাকে ।
এক্টোপিক প্রেগনেন্সি কোথায় কোথায় হয় :
* ফ্যালোপিয়ান টিউব
*ডিম্বাশয়
* বোস্তীকোটরে ;বিশেষ করে জরায়ুর pichone(POD)
*পেটের যেকোন জায়গায়
* জরায়ুর মুখে (Cervix)
উপসর্গ কি কি হতে পারে ?
পিরিয়ড মিশ হওয়া (নির্ধারিত তারিখে মাসিক না হওয়া )
স্তন ব্যথা
বমি বমি ভাব বা বমি হওয়া
মাসিকের নির্ধারিত তারিখের পর অল্প অল্প করে বা মাসিকের মতো রক্তক্ষরন হওয়া
তলপেটে ব্যথা এবং হটাৎ করে তীব্র ব্যথা
পায়খানার রাস্তায় অসস্তি লাগা
মাথা ঘোরা
প্রস্রাব করতে অসুবিধা হওয়া
মূর্ছা যাওয়া
ঘাড় ও কাঁধে ব্যথা (টিউব ফেঁটে রক্ত বুকের নিচে গেলে )
উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়া জরুরি ।
কিভাবে এক্টোপিক প্রেগনেন্সি নির্নয় করা যায় ?
* রক্তে /প্রস্রাবে বিটা এইচ সি জি (beta hcg ) এর মাত্রা দেখে
*USG (জরায়ুতে বাচ্চার থলে থাকেনা )
এক্টোপিক প্রেগনেন্সি ফেঁটে গেলে কি করতে হবে ?
জরুরি অপরেশোন করে রক্ত বন্ধ করতে হবে এবং শরীরে রক্ত দিতে হবে ।
টিউবাল প্রেগনেন্সির ঝুঁকি কি কমানো যায় ?
হা
কিভাবে ঝুঁকি কমানো যায় ?
যৌনবাহিত রোগের চিকিৎসা করাতে হবে i
একের বেশি যৌনসংগী না রাখা
কনডম ব্যবহার করা
MR./Abortion না করা
পেল্ভীক ইনফেকশন এর চিকিৎসা নেওয়া
টিউবাল বা এক্টোপিক প্রেগনেন্সির ঝুঁকিপূর্ন অবস্থাগুলো কি কি ?
টিউবাল ইনফেকশন এর ইতিহাস থাকলে
তলপেটে আগে অপারেশন হলে
আগে এক্টোপিক প্রেগনেন্সি হলে
Endometriosis থাকলে
আগে লাইগেষোন করা থাকলে
IVF করলে ।
সতর্কতা :
বর্তমানে এক্টোপিক প্রেগনেন্সি বেড়েই চলেছে ; সুতারাং গর্ভের ৬ সপ্তাহে usg করে ভ্রুনের অবস্থান ণিস্চিত করা জরুরি ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়