ঝুঁকিপূর্ন প্রেগনেন্সি কিছু গুরুত্বপূর্ন তথ্য :
। (Valuable Informations about High Risk Preagnancy ).
গর্ভাবস্থায় কোন জটিল অবস্থা অনাগত শিশুর উপর কোন খারাপ প্রভাব ( পেটে বা প্রসবের সময় শিশুর মৃত্যু .বিকলাঙ্গতা
বা যেকোন অসুবিধা ) পড়লে আমরা ঝুঁকিপূর্ন গর্ভাবস্থা বলি ।
কারণসমূহ : মেডিকেল রোগ ;
অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ
হৃদ রোগ
কিডনীর প্রদাহ
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
রক্ত শূন্যতা
স্বাসতন্ত্রেআর অসুখ
লিভারের অসুখ / জন্ডিস থাকলে
থাইরয়েড রোগ
এসএল ই (SLE)
মৃগী রোগ
রক্তের কিছু রোগ যেমন থ্যালাসেমিয়া
নেগেটিভ মহিলারা / গর্ভবতির পেটে পজিটিভ বেবি থাকলে
গর্ভাবস্থায় রুবেলা / হাম এ ভুগলেও
জেস্টেসোনাল ডায়াবেটিস মেলাইটাস
অন্যান্য কারনগুলো –
টিনেজ প্রেগনেন্সি
৩৫ বছরের পরে প্রেগনেন্সি
একের অধিক সন্তান গর্ভে একই সাথে
থাকলে
৫ বার সন্তান প্রসবের পর গর্ভধারণ
জরায়ু বা ওভারিতে টিউমার থাকলে
আগে সিজার বা এক্টোপিক এর ইতিহাস থাকলে
জরায়ুর গঠনগত ত্রুটি থাকলে
গর্ভফুল নিচে থাকলে
বাচ্চার অস্বাভাবিক পোজিশন থাকলে
পূর্বের গর্ভাবস্হায় প্রিএকলাম্পশিয়া .একলাম্পশিয়ার ইতিহাস থাকলে ।
গর্ভে শিশু মারা গেলে
প্রসবের সময় বা প্রসবের ২ মাসের মধ্যে বেবি মারা গেলে .গর্ভবতী লম্বায় ৫ ফুট ১০ ইঞ্চির কম হলে
ওজন ৪০ কেজির কম হলে ।
অতি মাত্রায় মোটা / স্থূল হলে ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়