জরায়ুর মুখের নালার সংকীর্নতার (Narrow Cervical Canal ) জন্য বন্ধ্যত্বের স্বল্প ব্যয়ে সহজ চিকিৎসা ও গর্ভধারণ :
মিসেস কাকুলী ২৫ বছর . ৩বছর ধরে গর্ভধারনের চেস্টা চালিয়ে যাচ্ছিলেন । তাঁর চিকিৎসক তাঁর টিউব টেস্ট করার জন্য HSG (এক ধরনের -X-Ray) করান । HSG রিপোর্ট এ বলা বলা হয় তাঁর জরায়ুর মুখের নালা (cervical canal) অত্যধিক সংকীর্ন বলে dye (contrast media) প্রবেশের নল (catheter )প্রবেশ করা সম্ভব হয় নাই । এ রিপোর্ট এর ফলাফল শুনে তাঁকে স্বামী তালাক দেবার সিধান্ত নেন । প্রবীন শাশুড়ী মায়ার জ্বালে পড়ে বউমাকে নিয়া আমার কাছে আসেন এবং সব ঘটনা খূলে বলেন ।
আমি Laparoscopy করার পরামর্শ দিলে শাশুড়ি কঠোর প্রতিবাদ জানান এবং বলেন ওর পিছনে টাকা কেউ খরচ করবেননা ;তোমার কিছু করার থাকলে কর ।
আল্লাহর অশেষ কৃপায় .তাঁর জরায়ুর মুখ প্রসারিত করতে সমর্থ হলাম ২ দিন যোনিপথে ঔসধ প্রয়োগের পর ।
আনন্দের সাথে সবাইকে জানাতে চাই যে .২০১৮ সালের জানুয়ারি মাসে তাঁর জরায়ুর মুখের নালা প্রসারিত করা হয় এবং ফেব্রুয়ারি মাসে তিনি গর্ভবতী হন । তাঁর বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ ১৬ নভেম্বর ২০১৮ ।
মিসেস কাকুলি স্বামীকে সুস্থ্য – সবল বাচ্চা উপহার দিয়া সংসার টিকিয়ে রাখার জন্য সবার দোয়া চান । আমিন ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়